কোম্পানীগঞ্জে নতুন ওসি গোলাম দস্তগীর আহমেদ
সোহেল আহমেদ কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত : ০৪:৩১ পিএম, ৮ ডিসেম্বর ২০২৩ শুক্রবার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট রেঞ্জ ও সিলেট মেট্রোপলিটন পুলিশের ২৬টি থানাসহ সারাদেশের ৩৩৮টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজিপি মো. কামরুল আহসান স্বাক্ষরিত চিঠিতে তাদেরকে বদলি করা হয়। বদলির আদেশপ্রাপ্তদের মধ্যে সিলেট রেঞ্জের ২০ থানার ওসি ও সিলেট মহানগর পুলিশের ৬ থানার ওসিও রয়েছেন।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায়’কে চুনারুঘাট থানায়, কানাইঘাট থানার ওসি গোলাম দস্তগীরকে কোম্পানীগঞ্জ থানায় বদলী করা হয়েছে।
ওসি গোলাম দস্তগীর আহমেদ ২০০৭ সালে বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ পান। তার গ্রামের বাড়ি নরসিংদী জেলায়। এর আগে তিনি ওসি (তদন্ত) হবিগঞ্জ, ওসি জৈন্তাপুর ও কানাইঘাট থানার ওসি’এবং মাধবপুর থানায় তদন্ত ওসি'র সততার সাথে দায়িত্ব পালন করেন।
২০২২ সালের ৬ মার্চ জৈন্তাপুর ওসি থাকাকালীন সিলেট জেলার মাসিক কল্যাণ সভায় জৈন্তাপুর উপজেলায় অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার, ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার, অপহৃত ভিকটিম উদ্ধার সহ উপজেলা সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন রাখা সহ চৎমকার ভূমিকা পালন করায় তাকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়েছিল।
(ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, কোম্পানীগঞ্জ থানা এলাকার সব ধরণের অপরাধ নির্মূল করতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকলের সহযোগিতায় কামনা করেন।