চট্টগ্রামে মসজিদের পাশে রাখা মোটরসাইকেল চুরি, গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৪:২০ পিএম, ৮ ডিসেম্বর ২০২৩ শুক্রবার
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার ওয়াসা মোড় এলাকার জমিয়তুল ফালাহ মসজিদের পাশ থেকে চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে এ ঘটনায় জড়িত ফরহাদ ওরফে শুভ (১৯) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে নগরের ডবলমুরিং থানার ধনিয়ালাপাড়া আছিয়া মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গত ৩ ডিসেম্বর দুপুর ১টা ২০ থেকে ১টা ৪৫ এর মধ্যবর্তী কোনো সময়ে জমিয়তুল ফালাহ মসজিদে প্রবেশের পশ্চিম গেট এলাকায় রাখা একটি সুজুকি ব্র্যান্ডের মোটরসাইকেলটি চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী মো. সাকিব বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ মোশাররফ হোসাইন ঢাকা পোস্টকে বলেন, মসজিদের পাশে মোটরসাইকেল রেখে ভুক্তভোগী নামাজে গিয়েছিলেন। পরে আনুমানিক ২৫ মিনিট পরে বের হয়ে দেখেন তার মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। এ ঘটনায় মামলা হলে তদন্তে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সেখানে কোনো সিসিটিভি ফুটেজ নেই। তবে আমরা হাল ছাড়িনি। একপর্যায়ে সোর্সের সহায়তায় জানা যায় সুজুকি ব্র্যান্ডের একটি মোটরসাইকেল ধনিয়ালাপাড়ায় চেসিস-ইঞ্জিন নম্বর পরিবর্তন করা হচ্ছে।
তিনি আরও বলেন, খবর পেয়ে মামলার বাদীসহ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করি। সেখান থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার এবং ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করি। গ্রেপ্তার আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।