গাজীপুরে বাসা-ভাড়া প্রসঙ্গে শিল্প পুলিশের মতবিনিময় সভা
নজরুল ইসলাম,গাজীপুর উত্তর
প্রকাশিত : ০৭:০০ পিএম, ৪ ডিসেম্বর ২০২৩ সোমবার

৪ঠা ডিসেম্বর সকালে শ্রীপুর পৌরসভার বৈরাগীরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শ্রীপুর সাবজোন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ এর আয়োজনে বাড়ির মালিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার সারওয়ার আলম।
একই দিন বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের বাংলাবাজার এলাকার গার্মেন্টস শ্রমিকদের বাড়ী ভাড়া সংক্রান্ত বিষয়ে নিয়ে বাড়ীর মালিকদের সাথে মতবিনিময় সভা করেছেন গাজীপুর-২ এর শিল্প পুলিশের কর্মকর্তারা।
সভায় পুলিশের পক্ষ থেকে বাসাভাড়া বৃদ্ধি না করার জন্য বাসার মালিকদের অনুরোধ জানানো হয়। এবং মালিকদের পক্ষ থেকেও বৃদ্ধি না করার জন্য অন্যান্য বাড়ির মালিকদের অনুরোধ করেন।
এসময় গাজীপুর সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বজলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর-২ শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার ( শ্রীপুর জোন) এর মুন্সী আছাদুল্লাহ্।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন শ্রীপুর সাব জোন এর শিল্প পুলিশের পরিদর্শক আরিফুল ইসলাম সহ বাড়ির মালিক, শ্রমিক ও স্থানীয় নেতৃবৃন্দ।