বানিয়াচংয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
এস এম খোকন হবিগঞ্জের
প্রকাশিত : ০৫:৩৫ পিএম, ৩ ডিসেম্বর ২০২৩ রোববার

বানিয়াচংয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৩ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় বানিয়াচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দের সঞ্চালনায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল হক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, বানিয়াচং আইডিয়েল কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন, শচীন্দ্র কলেজের সহকারি অধ্যাপক গৌতম সরকার, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম আকবর চৌধুরী প্রমুখ। এছাড়া বানিয়াচং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার খানম, রত্না মাধ্যমিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবু তাহের, আইডিয়েল কলেজের প্রভাষক আমিরুল ইসলাম, আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজল মিয়া, দৈনিক আলোকিত সকালের বিশেষ প্রতিনিধি এস এম খলিলুর রহমান রাজু, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলেদেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।