নওগাঁ ধানের চাতাল থেকে নারীর গলা কাটা লাশ উদ্ধার
আবু রায়হান রাসেল, নওগাঁ প্রতিনিধি:
প্রকাশিত : ০৫:২৯ পিএম, ৩ ডিসেম্বর ২০২৩ রোববার

নওগাঁর মহাদেবপুরে ধানের চাতাল থেকে লাইলী (৪৮) নামের এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
রোববার(৩ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার হাট চৌকগৌরি বাজারের পাশে উজ্জলের ধানের চাতাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত লাইলী মান্দা উপজেলার পার-এনায়েতপুর গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী।
স্থানীয় সুত্রে জানা যায়, লাইলী ও তার স্বামী চৌকগৌরি বাজারের পাশে উজ্জ্বলের ধানের চাতালের শ্রমিক কক্ষে থাকতো। আজ সকাল ৭ টা দিকে কাজে যাবার উদ্দেশ্যে অন্য শ্রমিক তাদেরকে ডাকতে গেলে বাহির থেকে ঘরের দরজা লাগানো দেখতে পায়। এরপর দরজা খুলে শ্রমিকরা লাইলির গলা কাটা অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার রাতে এ ঘটনা ঘটেছে। ওই নারী শ্রমিকের ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে তাঁর স্বামী এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে। আজ সকালে মরদেহটি স্থানীয় লোকজন দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে।