চাঁপাইনবাবগঞ্জে প্রতিবন্ধী দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
প্রকাশিত : ০৪:৪৬ পিএম, ৩ ডিসেম্বর ২০২৩ রোববার

‘প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহণ, নিশ্চিত করবে এসডিজি অর্জন’ এই শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে ৩২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৫ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
রোববার (৩ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে পতাকা উত্তোলন, শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ।
বেলা ১১টায় জেলা শহরের পাঠানপাড়ায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদে সংরক্ষিত আসন ৩৩৮, চাঁপাইনবাবগঞ্জ এর সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি।
প্রধান অতিথি বলেন, প্রতিবন্ধী হওয়া সত্তে¡ও অনেক শিশুই নিজেদের মেধা আর দক্ষতার বিকাশ ঘটিয়ে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। শত বাধা বিপত্তি পার করে তাদের সফলতার সংবাদ প্রায়ই দেখা যায়। তিনি আরো বলেন, সমাজে প্রতিবন্ধীদেরকে অবহেলার চোখে দেখা উচিত নয়, এ ধরনের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। বরং মেধা, দক্ষতা আর সঠিক প্রশিক্ষণের মাধ্যমে তারাও সমাজ, দেশ ও জাতির সম্পদে পরিণত হতে পারে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার প্রতিবন্ধীবান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা নিশ্চিতকল্পে বহুমাত্রিক এবং নিবিড় কার্যক্রম বাস্তবায়ন করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক আম্বিয়া খাতুন মিলি। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক মেসবাহুল জাকের -এর সহধর্মিনী মোসা. লাভলী এবং সততা বস্ত্রালয়ের সত্ত্বাধিকারী মোহা. মহাব্বত আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়টির সাংগঠনিক সচিব মো. আব্দুল খালেক।