বুধবার   ২৩ এপ্রিল ২০২৫   বৈশাখ ১০ ১৪৩২   ২৪ শাওয়াল ১৪৪৬

চাঁপাইনবাবগঞ্জে ব্যাংক এশিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী ২৪তম উদযাপন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

প্রকাশিত : ০৫:৪৫ পিএম, ২৮ নভেম্বর ২০২৩ মঙ্গলবার

চাঁপাইনবাবগঞ্জে ব্যাংক এশিয়ার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ শাখা কার্যালয়ে এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও কেক কাটা হয়।
সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক (এফএভিপি) একরামুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ব্যাংকের ম্যানেজার অপারেশন (ই.ও.) মো. মেহেদি মাসুম সরকার, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের ডাইরেক্টর মো. আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও একতা শস্য ভাণ্ডারের চেয়ারম্যান মনিরুল ইসলাম মানিক, অ্যারোমেটিক এগ্রো লিমিটেডের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, সৌদিয়া স্টিলের পরিচালক রাকিবুর রহমান, গোল্ডেন এন্টারপ্রাইজের পরিচালক জাহাঙ্গীর আলম, রাইসা এন্টারপ্রাইজের পরিচালক মো. নুরুল ইসলাম।