বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫   বৈশাখ ১০ ১৪৩২   ২৫ শাওয়াল ১৪৪৬

পুনরায় আইবিসিসিআই এর যুগ্ম সম্পাদক নির্বাচিত হলেন আব্দুল ওয়াহেদ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

প্রকাশিত : ০৬:২৯ পিএম, ২৭ নভেম্বর ২০২৩ সোমবার

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে কাজ করছে দু’দেশের সরকার। পাশাপাশি বাংলাদেশ-ভারতের ব্যবসায়ীদের ভূমিকা উল্লেখযোগ্য। এ ক্ষেত্রে বড় অবদান রাখছে ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই)। সোমবার (২৭ নভেম্বর ২০২৩খ্রি.) আইবিসিসিআই এর ঢাকাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির (২০২৪-২০২৬) দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি, এফবিসিসিআই এর সাবেক পরিচালক ও কোয়ালিটি এন্টারপ্রাইজের এমডি আব্দুল ওয়াহেদ ৫ম বারের মত যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। ভারত-বাংলাদেশ যৌথ চেম্বারের ২৪ সদস্য বিশিষ্ট পরিচালনা পরিষদের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নিটল-নিলয় গ্রæপের কর্ণধার মাতলুব আহমেদ ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার কান্ট্রি হেড অমিত কুমার।
আব্দুল ওয়াহেদ প্রতিষ্ঠাকালীন থেকে এই সংগঠনের উদ্যোগতা ও পরিচালক অত্র চেম্বারের। তিনি এফবিসিসিআই এর সীমান্ত বাণিজ্য, ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্ট স্থলবন্দর সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান, বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস্ এ্যাসোসিয়েশনের সভাপতি ও কোয়ালিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক।
দুই দেশের ব্যবসায়ীদের জাতীয় সংগঠন ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির প্রধান উপদেষ্টা ঢাকাস্থ ভারতীয় হাই-কমিশনার।