বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫   বৈশাখ ১০ ১৪৩২   ২৫ শাওয়াল ১৪৪৬

ফেনীর তিনটি সংসদীয় আসনে বাংলাদেশ আ`লীগের মনোনয়ন পেলেন যারা

ফেনী প্রতিনিধি মিজানুর রহমান

প্রকাশিত : ০৫:১৮ পিএম, ২৭ নভেম্বর ২০২৩ সোমবার

ফেনী-১ আলা উদ্দিন আহম্মেদ চৌধুরী নাসিম ফেনী-২ নিজাম উদ্দিন হাজারী ফেনী-৩ আবুল বাশার।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি আসনে আওয়ামী লীগের ৩২ জন মনোনয়ন ফরম কিনেছেন। এর মধ্যে ফেনী-১ (পরশুরাম, ছাগলনাইয়া, ফুলগাজী) আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম এগিয়ে রয়েছেন। তবে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার এ আসনে দীর্ঘ ৫০ বছর এমপি পায়নি আওয়ামী লীগ। জোটের রাজনীতির কারণে গত দুবার এ আসন থেকে সংসদ সদস্য হয়েছেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার। এবার স্থানীয় রাজনীতিতে আওয়ামী লীগের প্রার্থী নিয়ে দীর্ঘদিনের খরা কাটাতে চায় দলটি।

ফেনী-২ (সদর) আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী দলীয় প্রার্থী হিসেবে এগিয়ে রয়েছেন। এ আসনে বর্তমান আওয়ামী রাজনীতিতে দুইবারের এমপি নিজাম হাজারীর বিকল্প নেই এমনটিই বলছেন তৃণমূলের নেতাকর্মীরা।

ফেনী-৩ (সোনাগাজী, দাগনভূইয়া) আসনে জেলার সর্বোচ্চ ১৪ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন। এদের মধ্যে যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য বায়রার সভাপতি আবুল বাশার এবং জেলা যুবলীগ সভাপতি ও দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন এগিয়ে রয়েছেন। এ আসনে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সোনাগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটনও আলোচনায় রয়েছেন।