চাঁপাইনবাবগঞ্জে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত : ০৫:১৮ পিএম, ২৬ নভেম্বর ২০২৩ রোববার

চাঁপাইনবাবগঞ্জে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৫ নভেম্বর) বিকালে আদালতের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ন্যায়বিচার নিশ্চিতকরণ,আইনের শাসন প্রতিষ্ঠাসহ জনগণের দ্রুত বিচার প্রাপ্তির সুযোগ নিশ্চিতকরণে বিচারকগণ নিরালসভাবে চেষ্টা করে যাচ্ছে এবং তা অব্যাহত রাখতে সকলেই দৃঢ় প্রত্যয়ী ও অঙ্গীকারাবদ্ধ। আইনের শাসন প্রতিষ্ঠার ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আদর্শ জেলা হিসাবে চাঁপাইনবাবগঞ্জ-কে দেশবাসীর সামনে উপস্থাপনে ব্রতী হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান -এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিরিক্তি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু তালেব, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) আবুল কালাম সাহিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নূরুজ্জামান, সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক মাসুদ পারভেজ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ূন কবীর, জেল সুপার শরিফুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি নাজমুল আজম, দুর্নীতি দমন কমিশনের পিপি সোহরাব আলী, এপিপি মনিরুল ইসলামসহ জেলার র্যাব, বিজিবি ও বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বিচার বিভাগের সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে সমন জারি ও ক্রোকি পরোয়ানা তামিল, পুলিশ কর্তৃক মামলার সাক্ষী উপস্থিতকরণ, সাক্ষীদের আদালতে আগমন ও ফিরে যাওয়ার নিরাপত্তা, আদালত প্রাঙ্গণে বিচারকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তা, ফৌজদারী বিচার ব্যবস্থার স্বাচ্ছন্দ্য নিষ্পত্তির বিষয়ে পুলিশ ও ম্যাজিস্ট্রেসীর মধ্যে সমন্বয় ও সহযোগিতা, মামলা দ্রুত নিষ্পত্তিতে গৃহীত সিদ্ধান্তসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।