ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, আহত এক
মোহাম্মদ ইদ্রিস, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত : ০২:০৭ পিএম, ২৩ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার

ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। ট্রেনটি বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পৈরতলা-পুনিয়াউট রেলক্রসিং এলাকা অতিক্রম করার সময় পাথর ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে এক যাত্রী আহত হন। তবে তার নাম পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও ট্রেনের যাত্রী শায়েস্তাগঞ্জের একজন যাত্রী গণমাধ্যমকে জানান, ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ঢোকার মুহূর্তে পৈরতলা-পুনিয়াউট রেলক্রসিং এলাকায় রেল লাইনের দুই পাশ থেকে কে বা কারা পাথর ছুড়তে থাকে। এতে ট্রেনের ‘জ’ নামীয় বগিতে থাকা এক যাত্রী আহত হয়। এ সময় ট্রেনের অন্যান্য যাত্রীরা ভয়ে জানালা বন্ধ করতে থাকে। জানালার গ্লাস ভেঙে একাধিক যাত্রীর ওপর পড়ে।
ট্রেনে হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন জানান, ট্রেনে পাথর ছোড়ার ঘটনা তিনি জানতে পেরেছেন। তবে কে বা কারা আহত হয়েছে তাদের নাম পরিচয় তিনি জানতে পারেননি।