চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত : ০৬:৪৩ পিএম, ২১ নভেম্বর ২০২৩ মঙ্গলবার

চাঁপাইনবাবগঞ্জে আদালতের নির্দেশে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার বিকালে আদালত এলাকায় রোড রোলারে পিষে ও আগুনে পুড়িয়ে মাদকগুলো ধ্বংস করা হয়।
ধ্বংস কার্যক্রম তদারকি করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবির ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুজ্জামান।
কোর্ট ইন্সপেক্টর মোঃ মুনিরুল ইসলাম জানান, নিষ্পত্তি মামলায় ধ্বংসকৃত মাদকের মধ্যে রয়েছে ১হাজার ৯০৪পিস ইয়াবা, সাড়ে ১৭ কেজি গাঁজা, ১০৪টি গাঁজার পুড়িয়া, ৫.৫গ্রাম হেরোইন ও ১৪ লিটার৫০০মি.লি. খোলা চোলাই মদ।
তদন্তাধীন মামলায় ধ্বংসকৃত মাদকের মধ্যে রয়েছে- ২হাজার ২৫৫ বোতল ফেন্সিডিল, ৫৬.২২০ কেজি গাঁজা, ৮৪৫ বোতল মদ, ৩৭৩লিটার ২৫০মি.লি. চোলাই মদ, ১৪.০৬৭গ্রাম কেজি হেরোইন, ৬৩হাজার ১১৬পিস বিড়ি, ৬০২কেজি বিড়ির মসলা, ১৫৬.৬কেজি বিড়ির পাতা ও জাল নোট ১হাজার রুপি।
চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন মামলায় জব্দকৃত মাদক ধ্বংসের নির্দেশনা অনুযায়ী এ বিপুল পরিমাণ মাদক ধ্বংস করা হয়।