শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪   কার্তিক ১৭ ১৪৩১   ২৮ রবিউস সানি ১৪৪৬

মালদ্বীপের প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে গেলেন তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৮:৪৭ পিএম, ১৬ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার

মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জর শপথ অনুষ্ঠানে যোগ দিতে মালে গেছেন তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন এ তথ্য জানান।
মুখপাত্র বলেন, আগামীকাল শুক্রবার (১৭ নভেম্বর) মালদ্বীপের নব-নির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান করতে বাংলাদেশ সরকারের পক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ মালের পথে রওয়ানা দিয়েছেন। মালদ্বীপের স্পিকার মোহামেদ নাশিদ মালদ্বীপের দেশটির নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়।

সেহেলী সাবরীন বলেন, মালদ্বীপের নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের অংশগ্রহণ উভয় দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করবে।

২০ নভেম্বর বাংলাদেশ-ইইউ জলবায়ু সংলাপ

আগামী ২০ নভেম্বর বাংলাদেশ ও ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে প্রথম জলবায়ু সংলাপ ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হবে। ওই সংলাপে ব্রাসেলস থেকে ইইউর পক্ষে ডিরেক্টর অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ও ক্লাইমেট ফিনেন্স ডিয়ানা একোনিকা এবং বাংলাদেশের পক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিক নেতৃত্ব দেবেন।
মুখপাত্র বলেন, ওই সংলাপে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট জলবায়ু নীতিমালা, জলবায়ু কূটনীতি, আসন্ন কপ-২৮ সম্মেলন, নবায়নযোগ্য জ্বালানী ও জ্বালানী দক্ষতা, প্রযুক্তি হস্তান্তর প্রভৃতি বিষয়ে আলোচনা হবে।