৫০ ওভার খেলে ১৬৯ রান তুলতে পারলো বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত : ০১:১৮ পিএম, ৭ নভেম্বর ২০২৩ মঙ্গলবার

বাংলাদেশ নারী দলকে অলআউট করতে পারলো না পাকিস্তান। তবে পুরো ৫০ ওভার খেললেও বোর্ডে লড়াকু সংগ্রহ জমা করতে পারেননি নিগার সুলতানা জ্যোতিরা। ৯ উইকেটে ১৬৯ রানেই থামলো টাইগ্রেসদের ইনিংস।
মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের কাছে হেরেছে বাংলাদেশ নারী দল। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের সামনে ছুড়ে দিয়েছে ১৭০ রানের লক্ষ্য।
টস জিতে ব্যাটিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। ১৮ বলে ১২ করে মুর্শিদা খাতুন সাজঘরে ফেরার পরই যেন খোলসে ঢুকে পড়ে স্বাগতিকরা। রান না তুলে উইকেট বাঁচানোতে মনোযোগ দেয়।
সোবহানা মোস্তারি ৩৫ বলে করেন ১৬। ফারজানা হকের ব্যাট থেকে ৪০ রান আসে ৮৮ বল খেলে। এরপরের ব্যাটাররা তেমন সুবিধা করতে পারেননি।
তাই একটা প্রান্ত ধরে লড়াই চালিয়ে গেছেন অধিনায়ক নিগার সুলতানা। ১০৪ বলে ৫৪ রান করে তিনি ইনিংসের এক বল বাকি থাকতে আউট হন। পাকিস্তানের সাদিয়া ইকবাল আর নাসরা সান্ধু নেন দুটি করে উইকেট।