ইডেন কলেজের মূল ফটকে ছাত্রদলের তালা
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত : ০১:০১ পিএম, ৫ নভেম্বর ২০২৩ রোববার

রাজধানীর ইডেন মহিলা কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে কলেজ শাখা ছাত্রদল। রোববার (৫ নভেম্বর) কলেজের মূল ফটকে তালা দেয় তারা।
পরে সেখানে একটি প্ল্যাকার্ডও টানিয়ে দেন তারা। প্ল্যাকার্ডে লেখা, ‘সাময়িক অসুবিধার জন্য দুঃখিত, দেশ মেরামতের কাজ চলছে।’ আর বড় অক্ষরে লেখা ‘অবরোধ’। নিচে লেখা ইডেন কলেজ ছাত্রদল।
ইডেন কলেজের মূল ফটকে ছাত্রদলের তালা
জানতে চাইলে ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সুপ্রিয়া ভট্টাচার্য বলেন, আমি এরকম একটি ছবি দেখেছি। তবে বিষয়টি সত্য কি না জানি না। সকালে আমাদের কলেজে পরীক্ষা শুরু হয়েছে। শিক্ষার্থীরা নির্বিঘ্নে যাতায়াত করছে। কোথাও কোনো সমস্যা নেই।