শনিবার   ১৯ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২০ শাওয়াল ১৪৪৬

অবরোধে চলবে ইবিতে সকল পরীক্ষা

সাকিব আসলাম, ইবি প্রতিনিধি:

প্রকাশিত : ১২:৫৪ পিএম, ৫ নভেম্বর ২০২৩ রোববার

বিএনপি-জামাতের ডাকা অবরোধের মধ্যেও ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আগামী ৫ ও ৬ নভেম্বর সকল বিভাগের ও অন্যান্য অনুষ্ঠিতব্য পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে এবং অফিস যথারীতি খোলা থাকবে।

শনিবার (০৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেন।

বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, আগামী ৫ই ও ৬ই নভেম্বর তারিখ (রবিবার ও সোমবার) বিশ্ববিদ্যালয়ের ক্লাসের পাশাপাশি পরীক্ষাসমূহও অনুষ্ঠিত হবে এবং অফিস যথারীতি খোলা থাকবে।

তবে অবরোধের কারণে ক্যাম্পাস হতে কুষ্টিয়া ও ঝিনাইদহে চলাচলকৃত যানবাহনগুলোর সময়ে পরিবর্তন এসেছে।

পরিবহন দপ্তর সূত্রে জানা যায়, আগামী দুইদিন পুলিশি নিরাপত্তায় পূর্বের ন্যায় সকাল সাড়ে ৮টায় কুষ্টিয়ার কাস্টমমোড়, ঝিনাইদহের আরাপপুর এবং শৈলকুপার উপজেলা মোড় হতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য যানবাহনসমূহ চলবে।

তবে সোমবার অনলাইন ক্লাসের জন্য শুধুমাত্র কুষ্টিয়া ৩টি ও ঝিনাইদহ হতে ২টি করে ভাড়া করা বাস ও শিক্ষক কর্মকর্তা, কর্মচারীদের জন্য নির্ধারিত বাসগুলো চলবে।

এবং পূর্বের ন্যায় পুলিশি নিরাপত্তায় বিকাল ৪ টায় ক্যাম্পাস হতে কুষ্টিয়া ঝিনাইদহ শৈলকূপা ফিরবে। শিক্ষার্থীদের জন্য নির্ধারিত বাস গুলো সমন্বিতভাবে যাতায়াত থাকবে। এ তারিখ সমূহে রাতে কোন যানবাহন থাকবে না।