শনিবার   ১৯ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২০ শাওয়াল ১৪৪৬

জবির নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম সমাপ্ত

আহমেদ সানি, জবি প্রতিনিধি 

প্রকাশিত : ১১:২৩ এএম, ৩১ অক্টোবর ২০২৩ মঙ্গলবার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তি কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,"জবিতে ২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শেষ সংশ্লিষ্ট সকলের অবগতি ও কার্যার্থে জানানো যাচ্ছে যে,'কেন্দ্রীয় ভর্তি কমিটি (২০২২-২০২৩)-এর সিদ্ধান্ত অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তি কার্যক্রম এতদ্বারা সমাপ্ত ঘোষণা করা হলো।"