জবিতে হলের নামের সাথে বঙ্গমাতা সংযুক্ত করার দাবি ছাত্রলীগ সভাপতির
আহমেদ সানি, জবি প্রতিনিধি:
প্রকাশিত : ১২:০৫ পিএম, ৯ আগস্ট ২০২৩ বুধবার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) একমাত্র হল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নামের `বেগম` পরিবর্তন করে `বঙ্গমাতা শেখ` সংযুক্ত করার দাবি জানান শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ ইব্রাহীম ফরাজী।
মঙ্গলবার বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের আয়োজনে আলোচনা সভায় তিনি এ দাবি করেন। বক্তব্যে ইব্রাহীম ফরাজী বলেন, এই হলের নাম বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল হতে পারেনা। তিনি তো বঙ্গমাতা, হলের নামের সাথে বঙ্গমাতা নাই। সকল নথি কিংবা হলের প্রধান ফটকে অতিদ্রুত আগষ্টের মধ্যেই এই নাম পরিবর্তন করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল করতে হবে। ছাত্রলীগের সভাপতির দাবির ভিত্তিতে ট্রেজারার অধ্যাপক ড কামালউদ্দীন আহমেদ বলেন, হলের নাম পরিবর্তনের জন্য এখনি প্রোভোষ্টকে দায়িত্ব দিচ্ছি। যাতে সিন্ডিকেটের আগে নাম পরিবর্তন করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব করা হয়। তিনি বলেন , বঙ্গমাতার জীবনের আদর্শ, চিন্তা চেতনা থেকে শিক্ষা নিয়ে আমাদের মেয়েরা কাজে লাগাবে। সবার আগে দেশের চিন্তা করতে হবে।