৭ কলেজের ভর্তি পরীক্ষার সময় বাঙলা কলেজ থেকে মোবাইল চুরি
মোঃ মোরশেদ উদ্দিন
প্রকাশিত : ০৭:৫৬ পিএম, ১৬ জুলাই ২০২৩ রোববার

গত ২৪/৫/২০২৩ইং তারিখ, স্থানঃ- সরকারি বাঙলা কলেজ, মিরপুর, রোজঃ- শনিবার, সকাল ১১-১২ টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগে একজন লোক শিক্ষক সেজে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করে শ্রেণীকক্ষে গিয়ে ছাত্র-ছাত্রীদেরকে নিজেকে শিক্ষক পরিচয় দিয়ে বিশ্বাস অর্জন করে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ফোন নিয়ে চলে যায়। এবং বলে যায় পরীক্ষার শেষে নিচে শিক্ষকদের কক্ষ থেকে নিয়ে যেতে। সকলেই পরীক্ষা শেষ হওয়ার পর শিক্ষক কক্ষে যায় কিন্তু উক্ত শিক্ষার্থীরা তাদের মূল্যবান অ্যান্ড্রয়েড মোবাইল-ফোন এবং সেই লোকটিকেও আর খুজে পাওয়া যায় নি, কলেজ কর্তৃপক্ষ স্বল্পকালীন সময়ের জন্য একটি কমিটি গঠন করে এবং সিসিটিভি ফুটেজ এর মাধ্যমে উক্ত লোক কে দেখতে পেয়ে তারা সাথে সাথে অস্বীকৃতি জানায় যে উক্ত লোকটি তাদের প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত না। এর পর আর শিক্ষার্থীদের মোবাইল-ফোনের কোনো সন্ধান পাওয়া যায় নি। ভর্তিচ্ছু ভুক্তভোগী শিক্ষার্থীরা জানায় যে, "এতো কঠিন নজরদারির মধ্যে দিয়ে একজন বাইরের লোক কীভাবে কলেজে ঢুকে ক্লাস রুম পর্যন্ত গিয়ে শিক্ষার্থীদেরকে মিথ্যে পরিচয় দিয়ে ফোন গুলো নিয়ে যেতে পারে? কলেজ কর্তৃপক্ষের ব্যবস্থাপনার ত্রুটি থাকার কারণে এই ঘটনাটি হয়েছে। আমাদের ভুল ছিলো মোবাইল নিয়ে আসা কিন্তু আমাদের অভিভাবক বলেছেন নিয়ে যেতে কারণ আমরা এই ৭ কলেজের পরীক্ষা অনেক দূরে সিট পড়েছে বিধায় আমাদের মোবাইল নিয়ে আসতে হয়েছে শুধুমাত্র যোগাযোগের জন্য। আমাদের মোবাইল-ফোন গুলো অনেক মূল্যবান ছিলো, এতে অনেক গুলো আমাদের জরুরি ডকুমেন্টস ছিলো। আমরা এর সঠিক তদন্ত ও বিচার কামনা করছি।"