ফেনীতে যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটা ও আলোচনা সভা
ফেনী প্রতিনিধি
প্রকাশিত : ০৭:৩৫ পিএম, ৬ জুলাই ২০২৩ বৃহস্পতিবার

ফেনী জেলা যুব মহিলা লীগের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ফেনী শহরের ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ফেনী জেলা যুব মহিলা লীগের সভাপতি দেল আফরোজ আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঞ্জিলা মিমির সঞ্চালনায় বক্তব্য রাখেন
প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট হাফেজ আহমেদ পিপি। তিনি বলেন, বিগত বিএনপি জামায়াতের দুঃশাসনের বিরুদ্ধে যুব মহিলা লীগের কর্মীরা জোরালো ভূমিকা পালন করেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শেখ হাসিনার সরকারকে আবারো ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধভাবে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার আহবান জানান।
বিশেষ অতিথি ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, দাগনভূঁইয়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রোখসানা সিদ্দিকী, ফেনী সদর উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক সাজেদা আক্তার ( সীমা শিকদার), ছাগলনাইয়া উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক আরমিনা ফেরদৌস, ফুলগাজী উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক মর্জিনা আক্তার, পরশুরাম উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক রহিমা আক্তার দেওয়ান সহ বিভিন্ন ইউনিটের যুব মহিলা লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।