মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের অনিকের আত্মার মাগফিরাত কামনা
কুদরত উল্যাহ, মনোহরগঞ্জ কুমিল্লা
প্রকাশিত : ০৮:৪৫ পিএম, ৫ জুলাই ২০২৩ বুধবার

লাকসামে ছাত্র দলের সন্ত্রসীদের আঘাতে পৌরসভা ছাত্র লীগের সহ-সভাপতি ইফতেখার আহমেদ অনিকের মৃত্যুতে গতকাল মনোহরগঞ্জ উপজেলা ছাত্র লীগের উদ্যোগে নিহত অনিকের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া -মাহফিল অনুষ্ঠিত হয়।
মনোহরগঞ্জ উপজেলা ছাত্র লীগের সভাপতি কামরুজ্জামান শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লবের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্র লীগের সহ-সভাপতি বেলায়েত হোসেন ইকবাল, আমজাদ হোসেন মানিক, আবদুল্লাহ আল নোমান,যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লা আল ফাহাদ রাজু,ফয়সাল মাহমুদ ফাহাদ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, জহিরুল ইসলাম প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন -মনোহরগঞ্জ উপজেলা ও ১১টি ইউনিয়ন ছাত্র লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরে দোয়া -মাহফিল পরিচালনা করেন মনোহরগঞ্জ উপজেলা জামে মসজিদের ইমাম।
দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে বক্তারা বলেন -ছাত্র দলের জন্মই হয়েছে সন্ত্রাস,জঙ্গিবাদ ও নৈরাজ্যের মধ্য থেকে। তাই তারা হত্যা সহ যে কোন অপরাধ করতে তাদের সমস্যা মনে করে না।এরই ধারাবাহিকতায় লাকসাম পৌরসভা ছাত্র লীগের সহ-সভাপতি ইফতেখার আহমেদ অনিককে তারা হত্যা করেছে।
বক্তারা বলেন -বাংলাদেশ ছাত্র লীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন। বাংলাদেশের সকল আন্দোলন -সংগ্রাম ও ইতিহাসের সাথে এ ছাত্র সংগঠনটির সম্পৃক্ততা রয়েছে। তাই ছাত্র দেশের ক্ষতি হবে এমন কোন কর্মকান্ডের সাথে জড়িত হতে পারে না।আমাদের অভিভাবক ও প্রিয়নেতা মাননীয় এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি মহোদয়ের নির্দেশে ও নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ রয়েছি।তিনি আমাদের যে নির্দেশ দিবেন,আমরা তা অক্ষরে অক্ষরে পালন করতে বদ্ধপরিকর। বক্তারা ছাত্র লীগ নেতা অনিকের হত্যার সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
পরে তারা নিহত অনিকের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন।।