পোস্টাল ই.ডি. কর্মচারীদের দাবিতে সংবাদ সম্মেলন
রিয়াদ হোসাইন
প্রকাশিত : ০৬:০৭ পিএম, ২৪ জুন ২০২৩ শনিবার
ডাক বিভাগের ডিজিটাল ডাকঘরের ই.ডি. কর্মচারীদের বর্তমান সম্মানীভাতার ৪গুন বৃদ্ধির দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সমীপে দ্বিতীয়বার আজ স্মারক লিপি পেশ
অদ্য ২৪ জুন ২০২৩, শনিবার সকাল ১০ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী অডিটোরিয়ামে বাংলাদেশ ডাক বিভাগের ২৩ হাজার ই.ডি. কর্মচারীর বর্তমান ভাতা ৪ গুন বৃদ্ধির দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী সমীপে দ্বিতীয়বার স্মারক লিপি প্রদান উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইহাতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পোস্টাল (ই.ডি.) কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক এম. এ হাকিম। আরো বক্তব্য রাখেন কার্যকরি সভাপতি এ.বি.এম. হানিফ মাস্টার, যুগ্ম সম্পাদক আঃ শহিদ, সাংগঠনিক সম্পাদক জাহিদুল হক ভূইয়া, সহ- সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক হুমায়ুন কবির, নির্বাহী সদস্য শামসুদ্দোহা ভূইয়া, এ.কে আযাদ তবিবুর রহমান, উপদেষ্টা সিরাজুল ইসলাম, আঃ মতিন, নুরুল ইসলাম, আবু হানিফ মিয়া, তারকেশ্বর বাড়ৈ, শাহ আলম ও আশরাফ আলী প্রমুখ নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহ নেওয়াজ চৌধুরী। এম. এ. হাকিম তার বক্তব্যে বলেন, বিগত ৫০ বছরের মধ্যে একমাত্র বাংলাদেশ পোস্টাল (ই.ডি.) কর্মচারী ইউনিয়নের আন্দোলন সংগ্রামের ফলে ডিজিটাল ডাকঘরের একজন পোস্ট মাস্টারের মাসিক সম্মানী ভাতা ১৩ ধাপে ৩৫/- টাকা থেকে বর্তমানে ৪৪৬০/- টাকায় উন্নীত হয়েছে। তন্মমধ্যে আওয়ামীলীগ সরকারের শাসনামলেই বেশী বৃদ্ধি হয়। সে জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই। সর্বশেষ ২০১৮ সালে মাননীয় মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার মহোদয়ের সদয় অক্লান্ত প্রচেষ্টায় ৭৭% শতাংশ ভাতা বৃদ্ধির পর তিনি আশান্বিত করেছিলেন, পরবর্তীতে
ভাতাপ্রাপ্ত অন্যান্য কর্মচারীদের ন্যায় ভাতা আরো বাড়ানো হবে। কিন্তু উহার কোন ফলোদয় না হওয়াতে বিগত ২২/১১/২০২০তারিখে জাতীয় প্রেস ক্লাবচত্বরে মানবন্ধন কর্মসূচী পালন শেষে মাননীয় প্রধানমন্ত্রী সমীপে দাবী নামা সম্বলিত প্রথমবার একটি স্মারকলিপি প্রদান করা হয় এবং উহার অনুলিপি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাননীয় মন্ত্রী, সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি, মাননীয় সচিব ও মহাপরিচালক মহোদয় বরাবরে প্রদান করা হয়। যার প্রেক্ষিতে সংসদীয় কমিটি ই.ডি. কর্মচারীদের সম্মানী ভাতা ৮০% শতাংশ বৃদ্ধির সুপারিশ করেন এবং গত ২৭ মে/২০২১ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগারগাঁও নতুন ডাকভবন উদ্বোধন কালে মাননীয় ডাক মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার সদয় ই.ডি কর্মচারীদের সম্মানী ভাতা বৃদ্ধির ব্যাপারে অনুরোধ জানালে- মাননীয় প্রধানমন্ত্রী সদয় ডাক বিভাগের আয়ের লভ্যাংশ থেকে ই.ডি. কর্মচারীদেরকে আর্থিক সুবিধা/কমিশন প্রদানের নির্দেশনা দেন। কিন্তু, অতি পরিতাপের বিষয় দীর্ঘ দুই বছর অতিক্রান্তেও মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশনার কোন সুফল পাওয়া যাচ্ছে না। কাজেই, বর্তমান বৈশ্বিক সংকটের কারণে মূল্যস্ফীতির উর্দ্ধগতির চাপে দিশাহারা ই.ডি. কর্মচারীদের চলমান সম্মানী ভাতার ৪ গুণ বৃদ্ধিসহ ১৫ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমীপে আজ পুনরায় স্মারকলিপি প্রদানে কর্মচারীগণ বাধ্য হচ্ছেন। বেলা ১২ ঘটিকায় জাতীয় প্রেসক্লাব এর সামনে মানববন্ধন কর্মসূচি পালন শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারক লিপি পেশ করেন। উল্লেখ্য যে, বাংলাদেশ পোস্টাল (ই.ডি.) কর্মচারী ইউনিয়নের জেলা শাখার প্রায় ৩ শতাধিক প্রতিনিধি ব্যানার হাতে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মাননীয় প্রধানমন্ত্রী সমীপে পেশকৃত ই.ডি. কর্মচারীদের ১৫ দফা দাবি নিরূপ- দাবী- ১। ই.ডি কর্মচারীদের বর্তমান সম্মানী ভাতার ৪ গুন বৃদ্ধির দাবী : (ক) বর্তমানে ডিজিটাল পোস্ট অফিসের একজন পোস্ট মাস্টারকে যে সম্মানী ভাতা দেওয়া হচ্ছে- তাহা সরকারী একজন পোস্টাল অপারেটরের ভাতার তুলনায় এক চতুর্থাংশ মাত্র । যাহা অসম্মানজনক বটে। তাই, সম্মানজনক হারে ভাতা নির্দ্ধারণে ই.ডি কর্মচারীদের বর্তমান প্রদত্ত সম্মানী ভাতার চারগুণ (নিরূপ) বৃদ্ধির জন্য দাবীঃ-
ক্র:নং
ডিজিটাল ডাকঘরের
কর্মচারীর পদবী
কর্মচারীর
সংখ্যা
বিদ্যমান
মাসিক
সম্মানীর
হার
দাবীকৃত
মাসিক
সম্মানী
ভাতা
০১ ইডিএসপিএম (ইডি
সাবপোস্ট মাস্টার)
৩২২ ৫৮৪১/-ঢ৪ ২৩৩৬৪/-
০২ ই.ডি.এ (শাখা পোস্টমাস্টার) ৮,১৩৮ ৪৪৬০/- ঢ৪ ১৭৮৪০/-
০৩ ই.ডি.ডি.এ (চিঠি-
বিলিকারী)
৭,২৫৩ ৪৩৫৪/- ঢ৪ ১৭৪১৬/-
০৪ ই.ডি.এম.সি (ডাক-
বহনকারী)
৫,৯৬৪ ৪১৭৭/- ঢ৪ ১৬৭০৮/-
০৫ অন্যান্য ই.ডি. কর্মচারী
(নাইট গার্ড, ঝাড়ুদার
ইত্যাদি)
১,৩৪৭ ৪০০০ঢ৪ ১৬০০০/-
(খ) উল্লেখিত (ক) এর দাবী কার্যকর / বাস্তবায়নের পরবর্তী প্রতিবছর থেকে প্রত্যেক
কর্মচারীর মাসিক প্রাপ্ত ভাতার শত করা ৩৫% শতাংশ টাকা হারে ইনক্রিমেন্ট (বৃদ্ধির)
প্রদানের দাবী কার্যকর করতে হবে। (গ) অফিস রক্ষনাবেক্ষন ভাতা বৃদ্ধির দাবী:- অফিস
রক্ষনাবেক্ষন ভাতা বর্তমানে মাসিক ২৫/- টাকা থেকে ১০০/- টাকায় উন্নীত করতে হবে।
২ । ডিজিটাল পোস্ট অফিসের (ই.ডি) কর্মচারীদের বয়সের সীমা নিদ্ধারণ করাঃ-
এক্ষেত্রে এককালীন আর্থিক সুবিধা প্রদানের সিদ্ধান্তে ই.ডি. কর্মচারীদের
চাকুরীতে যোগদানের বয়স সর্বোচ্চ ৪০ (চল্লিশ) বছর পর্যন্ত এবং অবসরের বয়স
সর্বনি¤œ ৭৫ (পচাত্তর) বছর নির্ধারণে- যে যত বছর (পিছনে) চাকুরী করেছেন-
তাকে তত মাসের হিসাবে সর্বশেষ মাসের প্রাপ্ত সম্মানীভাতা ঢ ২= (দ্বিগুন)
সমপরিমান টাকা এককালীন পরিশোধের নীতিমালা জারী করার দাবি।
৩। ই.ডি কর্মচারীদের ছুটিঃ-
৪। পোষাকের দাবীঃ-
৫। ই.ডি. কর্মচারীদের জন্য নীতিমালা প্রণয়ন এবং সার্ভিস রুল বই-এর দাবীঃ-
৬। স্মার্ট ডাক বিভাগ গড়তে প্রশিক্ষণ প্রদান এর দাবীঃ-
৭। কুরিয়ারদের কে সরকারী বিধি মোতাবেক কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে পরিচালনা করার
দাবীঃ-
৮। গঠিত ই.ডি কর্মচারী কল্যাণ ফান্ড/ট্রাস্ট এ-ই.ডি. কর্মচারীদের প্রদত্ত বাৎসরিক
জমার পরিমাণ বৃদ্ধি করা
০৯। গঠিত ই.ডি কর্মচারী কল্যাণ ফান্ড/ট্রাস্টে সরকারী অনুদানের দাবীঃ-
১০। ডাকবিভাগের সরকারী কর্মচারী নিয়োগ ক্ষেত্রে শূন্যপদে ই.ডি কর্মচারীদের
থেকে নিয়োগের দাবীঃ-
১১। ই-সেন্টার সুষ্ট পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবীঃ-
১২। ডাক প্রশাসনে “ই.ডি. সেকশন” নামে একটি “ই.ডি. স্টাফ শাখা” খোলার
প্রস্তাব/দাবীঃ-
১৩। ডিজিটাল ডাক সার্ভিসের সেবার মান উন্নয়নে অত্র ইউনিয়ন কর্তৃক কতিপয়
পরামর্শ/প্রস্তাবঃ-
১৪। ডাক চলাচল ব্যবস্থা তরান্বিত করণঃ-
১৫। ডিজিটাল ডাকঘরের মাধ্যমে ডাকবিভাগ বহির্ভূত কার্যক্রম সম্পাদনে রাজস্ব
আয় বৃদ্ধির লক্ষ্যে প্রস্তাবসমুহ কার্যকর করার দাবীঃ-