শনিবার   ১৯ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২০ শাওয়াল ১৪৪৬

মাভাবিপ্রবিতে দূর্নীতি প্রতিরোধী র‍্যালি ও সুশাসন প্রতিষ্ঠায় আলো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৭:৩৪ পিএম, ১৯ জুন ২০২৩ সোমবার

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুদ্ধাচার কৌশল কমিটির আয়োজনে দূর্নীতি বিরোধী র‍্যালি ও সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুদ্ধাচার কৌশল কমিটির আয়োজনে দূর্নীতি বিরোধী র‍্যালি ও সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে র‍্যালিটি নতুন প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে দ্বিতীয় একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের বিজিই বিভাগের সেমিনারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও শুদ্ধাচার কৌশল কমিটির আহ্বায়ক প্রফেসর ড মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে, আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোঃ ফরহাদ হোসেন, উপ-উপাচার্য প্রফেসর ড. এ আর এম সোলাইমান ,সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড সঞ্জয় কুমার সাহা, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড ধনেশ্বর চন্দ্র সরকার।

প্রধান অতিথির বক্তব্য উপাচার্য প্রফেসর ড মোঃ ফরহাদ হোসেন বলেন, “একজন সৎ, দক্ষ,কর্মঠ, দায়িত্বশীল ব্যক্তিই পারে সুশাসন প্রতিষ্ঠা করতে। আমরা যদি দায়িত্ব পালনের সময় সৎ, দায়িত্বশীলতা, নিয়মানুবর্তিতার সাথে কাজ করি তাহলে সুশাসন প্রতিষ্ঠা হবে। তিনি আরো বলেন, আমরা যদি এইসব গুনের অধিকারী হতে পারি তাহলে, বিশ্ববিদ্যালয়ে সুশাসন প্রতিষ্ঠা হবে, দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে,বিশ্বে সুশাসন প্রতিষ্ঠা হবে।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শুদ্ধাচার কৌশল কমিটির ফোকাল পয়েন্ট ড. মোঃ হারুন অর রশিদ।