সালথায় কচুরিপানা অপসারণ অভিযানের উদ্বোধন
সাইফুল ইসলাম মারুফ, সালথা (ফরিদপর) প্রতিনিধিঃ
প্রকাশিত : ০৭:৪৩ পিএম, ১৭ জুন ২০২৩ শনিবার

ওরে আয় কচুরি নাশি ঐ রাক্ষসী যে বাংলাদেশের দিচ্ছে গলায় ফাঁসি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের সালথায় কচুরিপানা অপসারণ অভিযানের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন সালথা এর আয়োজনে
শনিবার (১৭ জুন) সকাল ১০টায় সালথা থানা চত্বরে অবস্থিত পুকুরে এই অভিযানের উদ্বোধন করা হয়। কচুরিপানা অপসারণ অভিযানে শান্তির আহ্বান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সালথা ইউনিট, সালথা ব্লাড ডোনার ক্লাব ও ইয়থ লিডারশিপ ফাউন্ডেশন সহ প্রায় শতাধিক সেচ্চাসেবী অংশগ্রহণ করে। কচুরিপানা অপসারণ অভিযানের উদ্বোধন করেন, সালথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিন। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী, সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শেখ সাদিক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো জাহিদুর রহমান, সাংবাদিক সাইফুল ইসলাম
মারুফ প্রমূখ। সালথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিন বলেন, নদ-নদী, খাল-বিল, পুকুর-জলাশয় ও বাওড় যা কচুরিপানা দ্বারা পূর্ণ, সেসব জলাধারসমূহে কচুরিপানা অপসারণ করে ব্যবহার উপযোগী করার যে মহান উদ্যোগ জেলাপ্রশাসক গ্রহণ করেছেন সে উদ্যোগের ধারাবাহিকতায় সালথা উপজেলায় একটি
পুকুর পরিষ্কার করা হয়েছে। ধীরে ধীরে সকল জলাধারসমূহ পরিষ্কার করা হবে। এ কাজ স্বেচ্ছা শ্রমের মাধ্যমে করা হবে। সালথা উপজেলার যে সকল নাগরিক এ কাজে যুক্ত হতে চান তাদেরকে স্বাগত জানায়।