সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে সংকট
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত : ১১:৩১ এএম, ৭ জুন ২০২৩ বুধবার

এশিয়া কাপ ক্রিকেট নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে এখন শীতল সম্পর্ক। ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে না- এ নিয়ে পুরো টুর্নামেন্ট আয়োজন নিয়েই সংকট তৈরি হয়েছে। সেই সংকটের প্রভাব পড়তে পারে এ মাসে ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপেও।
সংকট তৈরি হয়েছে মূলত ভারত সংরকার পাকিস্তান ফুটবল দলকে তাদের দেশের ভিসা দেবে কি না তা নিয়ে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি হওয়া এক সার্কুলারে সে দেশে অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাওয়া দলগুলোর মধ্যে পাকিস্তানছাড়া বাকি সব দেশের নাম অন্তর্ভূক্ত করেছে। এ সার্কুলারের পরই সংকটটি দেখা দেয়।
সংকট তৈরি হওয়ায় করণীয় ঠিক করতে আগামী বৃহস্পতিবার জরুরি সভায় বসছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। মঙ্গলবার রাতে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল জাগো নিউজকে বলেন, ‘ভিসা সংক্রান্ত বিষয়ে কিছু জটিলতা তৈরি হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অংশগ্রহণকারী দলগুলোর ভিসার বিষয়ে যে সার্কুলার দিয়েছে সেখানে অতিথি ৭ দেশের মধ্যে ৬টির নাম থাকলেও নেই পকিস্তানের নাম। সেটা জানার পরই আমরা জরুরি সভায় বসতে যাচ্ছি। আমরা যতটুকু জেনেছি, পাকিস্তানের ভিসার বিষয়টি আলাদাভাবে দেখছে ভারত সরকার।'
এদিকে পাকিস্তানের একটি সংবাদ মাধ্যমে রিপোর্ট প্রকাশ হয়েছে যে, পাকিস্তান সরকার এখনও সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে ভারত যাওয়ার জন্য তাদের ফুটবল দলকে এনওসি (অনাপত্তিপত্র) দেয়নি। পাকিস্তান ফুটবল ফেডারেশন তাদের সরকারের কাছে সব কাগজ-পত্র জমা দেয়ার পরও বিষয়টা ঝুলিয়ে রেখেছে দেশটির সরকার।
আগামী ২১ জুন ভারতে শুরু হওয়ার কথা সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্ট শুরুর ১৭ দিন আগে ভারত সরকারের সার্কুলারে পাকিস্তানের অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।
এবার সাফে দক্ষিণ এশিয়ার ৬ দলের সঙ্গে অতিথি দল হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে লোবানন ও কুয়েতের। বাংলাদেশ খেলবে 'বি' গ্রুপে। প্রতিপক্ষ লেবানন, মালদ্বীপ ও ভুটান।