বৃদ্ধর পেটে ৩৭০০ ইয়াবা
রিয়াদ হোসাইন
প্রকাশিত : ০৫:৪২ পিএম, ২৪ মে ২০২৩ বুধবার
রাজধানীর নটরডেম কলেজের সামনে থেকে ওয়াজ উদ্দিন(৬১) নামে এক বৃদ্ধকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)। পরে তার পেট থেকে ৩৭শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বুধবার(২৪ মে) দুপুরে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নটরডেম কলেজের সামনে বাস থেকে নামার পর আমরা জিজ্ঞাসাবাদের জন্য ঐ বৃদ্ধকে আটক করি। তবে তাকে তল্লাশি করে কোনো ইয়াবা পাইনি। পরে আমরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। তাকে এক্সরে করার পর তার পেটের মধ্যে ইয়াবা সাদৃশ্য বস্তু দেখা যায়। পরে চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করিয়ে তার পেট থেকে ৩৭০০ পিস ইয়াবা বের করা হয়।
তিনি আরও জানান, বর্তমানে সে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। দীর্ঘদিন ধরে সে গোপনে কক্সবাজার থেকে ঢাকায় মাদক এনে বিক্রি করত।