রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

জবিতে জালিয়াতির মাধ্যমে বিভাগ পরিবর্তন, চলছে মামলার প্রস্তুতি

আহমেদ সানি, জবি প্রতিনিধি

প্রকাশিত : ০৫:১২ পিএম, ২৪ মে ২০২৩ বুধবার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবিতে) স্বাক্ষর জালিয়াতি করে বিভাগ থেকে পরিবর্তন করতে গিয়ে আটক হলো এক শিক্ষার্থী। বিভাগ পরিবর্তনের জন্য উপাচার্য, রেজিস্ট্রার, বিভাগের চেয়ারম্যানের স্বাক্ষর ও সিল নকল করার অভিযোগ উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বিরুদ্ধে।

বুধবার (২৪ মে) বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন রইছ উদ্দীন এই শিক্ষার্থীর আবেদন যাচাই করতে গেলে জাল স্বাক্ষরের বিষয়টি সামনে আসে। 

অভিযুক্ত শিক্ষার্থীর নাম সবুজ আহমেদ। পিতা মো: আবুল কালাম, মাতা শিল্পী বেগম। জেলা: মানিকগঞ্জ।

জানা যায়, সবুজ আহমেদ ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি বিভাগ পরিবর্তন করার জন্য নিজেকে হিন্দু শিক্ষার্থী দাবী করে বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার, উপাচার্য, বরাবর আবেদন লিখে তাদের স্বাক্ষর নকল করে কলা অনুষদ ডিন অফিসে আবেদন করেন।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থী তরুণ কন্ঠকে বলেন, আমি ২০২০- ২১ শিক্ষাবর্ষে ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হই কিন্তু আরবি বুঝতে না পারার কারণে কোনো কিছু বুঝতে পারি না, এবং পরীক্ষায় ফেল করি। এই কারণে আমি বিভাগ পরিবর্তন করার জন্য আবেদন করি কিন্তু  আমি ব্যর্থ হই। তাই আমি স্যারদের সাইন নকল করে আবার আবেদন করি।

এ বিষয়ে কলা অনুষদের ডিন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক রইছ উদ্দীন বলেন, বিভাগ পরিবর্তনের জন্য রেজাল্ট প্রকাশ করার সময় বিষয়টি আমার সামনে আসে। ডেপুটি রেজিষ্ট্রারের কাছে আবেদন গেলে তিনি সন্দেহ হলে আমাকে জানান। এরপর তার সব কাগজপত্র চেক করে দেখা যায়, সব কাগজপত্রে জাল সাক্ষর ও সিল দেওয়া।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ঘটনা সামনে আসার পর এই শিক্ষার্থীকে প্রক্টর অফিসে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সে শাহবাগ থেকে উপাচার্য, রেজিস্ট্রার, চেয়ারম্যানের সিল বানিয়ে স্বাক্ষর করে বিভাগ পরিবর্তনের জন্য ডিন বরাবর আবেদন করেছে।

প্রক্টর আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে। এরপর বহিষ্কারের বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।