জবি এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত
আহমেদ সানি, জবি সংবাদদাতা
প্রকাশিত : ০৭:৪৮ পিএম, ১৫ মে ২০২৩ সোমবার

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে দায়িত্ব গ্রহণের তিন বছর পূর্তি উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ১৯৭৯ সেশনের ছাত্র।
শনিবার (১৩ মে) রাতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মিলনায়তনে এই পুনর্মিলনী ও সংবর্ধনার আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এক্স ক্যাডেটস অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা এক্স সি ইউ ও এবিএম শফিকুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মেজর জেনারেল একে এম আব্দুর রহমান, এনডিসি পিএসসি, ওশান গ্রুপের পরিচালক মো. মাহিদুল ইসলাম খান, সিআইপি, অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মো. আব্দুল হালিম, উপদেষ্টা মো. মাহবুবুর রহমান, উপদেষ্টা মো. তোতা মিয়া, অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এক্স ক্যাডেট সার্জেন্ট নুরুল কাদের নাছিম, এক্স সিইউও এবং দ্বিতীয় পুনর্মিলনীর আহ্বায়ক একেএম নেয়ামতুল্লাহ বাবু, এক্স সিইউও এবং দ্বিতীয় পুনর্মিলনীর সদস্য সচিব নির্মল কুমার সাহা, এক্স সিইউও মোতাহের হোসেন মিয়াজী, এক্স সিইউও এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি হানিফুর রহমান, এক্স সিইউও এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের বর্তমান সাধারণ সম্পাদক আবুল হোসেন আফলু।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র আতিকুল ইসলাম বলেন, আমার গায়ের ভিতর যে রক্ত সেই রক্তে জগন্নাথের গন্ধ প্রবাহিত হচ্ছে। আমার গায়ের ভিতরে যে রক্ত সেটা কিন্তু ক্যাডেটদের গন্ধ প্রবাহিত হচ্ছে। আমরা যারা শিখেছি মানুষের সেবা দেওয়া। সত্য কথা বলা। সত্য পথে চলা। ডিসিপ্লিন লাইফ মেইনটেইন করা। শুধু শিক্ষা শিখলে হবে না, শিক্ষার পাশাপাশি কিন্তু দীক্ষা দিতে হবে। দুটো যখন একসাথে চলবে তখন সেই জাতি উন্নত হবে, দেশ উন্নত হবে, সেই শহর উন্নত হবে।
মেয়র বলেন, আমার জীবনে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে আজ এখানে এসেছি। বিজেএমই'র প্রেসিডেন্ট হয়েছি। এই চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনে এগিয়ে এসেছি এর পেছনে মূল কাজটি করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর। ক্যাডেট কোর আমাদের শিখিয়েছে কিভাবে লাইফে ডিসিপ্লিন হতে হয়, অসহায় মানুষের পাশে দাড়াতে হয়। ক্যাডেটের ট্রেনিংই সবচেয়ে বড় সম্পদ। ক্যাডেট অলয়েজ দেয়ার বি ক্যাডেট। আমরা শিখেছি সিনিয়রকে কিভাবে সম্মান করতে হয়। জুনিয়রকে ভালোবাসতে হয়। আমরা শিখেছি বলেই আমরা মানুষকে সম্মান দিতে পারি। মানুষকে সম্মান দিলে কোনদিন সম্মান চলে যায় না বরং সম্মান বাড়ে।
অনুষ্ঠানটিকে তিনটি পর্বে ভাগ করা হয়। প্রথম পর্বে এক্স ক্যাডেটদের রেজিস্ট্রেশনসহ গিফট প্যাকেট প্রদান এবং নাস্তা ও কফি আড্ডা। দ্বিতীয় পর্বে পরিচিতি ও আলোচনা অনুষ্ঠান।তৃতীয় পর্বে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আতিকুল ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা ও রাতের খাবার।
অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপনা করেন মিত্রা বণিক ও এক্স ক্যাডেট সার্জেন্ট মিরাজুল ইসলাম।