শুক্রবার   ১৮ অক্টোবর ২০২৪   কার্তিক ৩ ১৪৩১   ১৪ রবিউস সানি ১৪৪৬

সিনিয়র শিক্ষক

রক্তদিয়ে কেনা

মোঃ সুলতান আহম্মেদ

প্রকাশিত : ১১:২৪ পিএম, ১০ মে ২০২৩ বুধবার

স্বাধীনতা তুমি লক্ষ মায়ের বুক করেছে খালি,
আজ তাইতো তুমি সোনার চেয়েও দামী।
তুমি কী দিয়োছো। কী পেয়েছি, সেটা বড় কথা নয়,

তুমি যে সবার অহংকার।

লাখো বীরের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা
আজ তাইতো তুমি রয়েছো সবার হৃদয়ে গাঁথা।
তুমি চিরঞ্জীব, চিরভাস্বর, অক্ষয় অম্লান।
তুমি যে হীরার চেয়েও দামী।

শত মা- বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতা,
আজ তাইতো বাংলার আকাশ বাতাস কয় তোমারই কথা।

তোমার জন্য হয়েছে কত মায়ের বুক খালি,
তবুও আমরা ধন্য, ধন্য সবাই তোমার নাগাল পেয়ে,
স্বাধীনতা তুমি লক্ষ বীরের রক্ত দিয়ে কেনা।
আজ তাইতো তুমি রয়েছো মোদের হৃদয় পটে আঁকা,
তোমার পরশে ভরে উঠেছে শত মায়ের রিক্ত বুক,
স্তিমিত হয়েছে তাদের করুণ আর্তনাদ,

স্বাধীনতা তুমি লাখো শহীদের জীবনের বিনিময়ে কেনা।