আইনজীবী ফোরামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রিয়াদ হোসাইন
প্রকাশিত : ০৯:০৩ পিএম, ১২ এপ্রিল ২০২৩ বুধবার

বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
১২ এপ্রিল, বুধবার বিকালে রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা ট্যাক্সেসবার এসোসিয়েশন মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের মহাসচিব এডভোকেট এ কে এম আজিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক এমপি আলহাজ্ব অধ্যাপক এড. আব্দুল মজিদ মল্লিক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোঃ রফিকুল ইসলাম সিকদার। আরো উপস্থিত ছিলেন ইফতার মাহফিল কমিটির আহ্বায়ক এড. দেওয়ান জাকির হোসেন লোবান, সদস্য সচিব ও ঢাকা ট্যাক্সেসবারের লাইব্রেরিয়ান সম্পাদক এড. ফরহাদ হোসেন সরকার। আরো উপস্থিত ছিলেন, এড. মোজাম্মেল হক, এড. এ কে এম আজিজুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম আরিফ ও এ কে এম ইলিয়াস পাটোয়ারী সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি শাহজাদা সৈয়দ মোঃ ওমর ফারুক পীরসাহেব।