রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

জবিতে সিন্ডিকেট সভা স্থগিত, নিজস্ব পদ্ধতিতে ভর্তি নিয়ে শঙ্কা!

আহমেদ সানি, জবি সংবাদদাতা

প্রকাশিত : ১১:১৭ এএম, ৯ এপ্রিল ২০২৩ রোববার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিয়ে ফের শঙ্কা তৈরি হয়েছে। শনিবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ৯২তম সিন্ডিকেট সভায় গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তির বিষয়টি চুড়ান্ত হওয়ার কথা ছিল। কিন্ত স্থগিত করা হয়েছে সভাটি। ফলে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিয়ে তৈরী হয়েছে ধোয়াশা।

এর আগে গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ৬৫তম অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়। যার প্রেক্ষিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষার জন্য কেন্দ্রীয় কমিটিসহ তিনটি ইউনিট কমিটিও গঠন করা হয়। সিন্ডিকেট সভায় ভর্তি সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো চূড়ান্ত হবার কথা ছিল। কিন্তু সিন্ডিকেট সভা স্থগিত হওয়ায় গুচ্ছ থেকে নিয়ে শঙ্কা প্রকাশ করছেন সাধারণ শিক্ষকরা।

বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ এবং হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. শওকত জাহাঙ্গীর বলেন, উপাচার্য তার ক্ষমতাবলে সভা স্থগিত করতে পারেন। তবে এভাবে সভা স্থগিত করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পদ্ধতি নির্ধারণের বিষয়টি পিছিয়ে যাচ্ছে। এতে করে সেশনজট ও অন্যান্য জটিলতা বাড়তে পারে।

তবে অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের বাইরে গিয়ে গুচ্ছ থাকার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন কলা অনুষদের ডিন ও সিন্ডিকেট সভার সদস্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। তিনি বলেন, উপাচার্য যেকোনো কারণে সিন্ডিকেট সভা স্থগিত করতে পারেন, এখানে আমি ভিন্ন কোনো উদ্দেশ্য দেখছি না। একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তই সিন্ডিকেট সভায় গিয়ে অনুমোদন দেওয়া হয়, এটাই আমরা দেখে এসেছি। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী এটাই হওয়ার কথা, এর বাইরে ভাববার সুযোগ নেই।

এ বিষয়ে জবি উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, বন্ধের দিন হওয়ার সিন্ডিকেট সদস্যদের অনেকে আজ থাকতে পারবেন না। কিন্তু একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য সবার উপস্থিত থাকা প্রয়োজন। দ্রুত সময়ের মধ্যেই আবার সিন্ডিকেট সভা আহ্বান করা হবে।

শিক্ষক সমিতির প্রতিবাদ: এদিকে একাডেমিক কাউন্সিলের সভায় শিক্ষককে মারধরের ঘটনায় প্রকাশিত সংবাদকে উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের (জবি) ৬৫ তম একাডেমিক কাউন্সিলে (বিশেষ) গুচ্ছ পদ্ধতির পক্ষে কথা বলায় ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাদের মারধরের শিকার হন সহকর্মীদের দ্বারা। সভায় ওই শিক্ষককে মারধরের কোনো ঘটনা ঘটেনি দাবি করে শিক্ষক সমিতি বলছেন, চলমান নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে জল ঘোলা করছেন কেউ কেউ।