দেশে নানারূপে বিরাজ করছে মুক্তিযুদ্ধবিরোধী শক্তি: কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ২৬ মার্চ ২০২৩ রোববার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতার ৫২ বছরেও দেশে নানারূপে বিরাজ করছে মুক্তিযুদ্ধবিরোধী শক্তি। তাদের মোকাবিলা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (২৬ মার্চ) সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ আহ্বান জানান ওবায়দুল কাদের।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলবো
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ২৫ মার্চ কালরাতে গণহত্যা দিবস নিয়ে পাকিস্তানিদের ভাষায় কথা বলছে বিএনপি।
এ সময় আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: আমরা সংগ্রাম চালিয়ে যাবো: ফখরুল