সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৬:৪৭ পিএম, ১৮ মার্চ ২০২৩ শনিবার

১৮ মার্চ ২০২৩ শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সমমনা পেশাজীবি গণতান্ত্রিক জোট’ এর উদ্যোগে সংসদ বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দিতে হবে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ী জামিনসহ সকল রাজবন্দীদের মুক্তি এবং ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ১৫ দলীয় জোটের প্রধান সমন্বয়ক বাংলাদেশ ইয়ূথ ফোরামের সভাপতি মোঃ সাইদুর রহমান। তিনি বলেন, বর্তমান ভোটারবিহীন অবৈধ সংসদ ভেঙ্গে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধিনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ বিএনপির অঙ্গ সহযোগী সংঘঠনের কারাবন্দী সকল নেতা কর্মীদের দ্রুত মুক্তি দেওয়ার জোর দাবি জানান।
বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের কেন্দ্রীয় সভাপতি শাহজাদা সৈয়দ মোঃ ওমর ফারুক পীরসাহেব বলেন, স্বাধীনতার মাসে দেশ স্বাধীনে অংশগ্রহণকারী সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনাসহ মুক্তিযুদ্ধের মহানায়ক স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সেনাপ্রধান বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, আগামী পবিত্র মাহে রমজানের পূর্বেই জনস্বার্থে খাদ্যদ্রব্যসহ গ্যাস ও বিদ্যুতের দাম কমাতে হবে এবং দেশে আওয়ামী সরকারকে রাজনৈতিক প্রতিহিংসা পরিহার করে আসন্ন পবিত্র মাহে রমজান ধর্মীয় মাস উপলক্ষে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক ষড়যন্ত্রমূলক সকল মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারসহ সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মানবিক কারণে নিঃশর্তে মুক্তি দেওয়ার জন্য সরকার ও বিচার বিভাগের নিকট জোর দাবি জানান। পীরসাহেব আরো বলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বর্তমান সরকার অন্যায়ভাবে গৃহবন্দী রেখে মানুষিক নির্যাতন করছে, এহেন অবস্থায় বেগম খায়েদা জিয়া মৃত্যুবরণ কিংবা ক্ষতি হলে সরকারকে এর দায়ভার নিতে হবে এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ব্যাপারে মানবিক কারণে বিশ্ব মানবাধিকার সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান। বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষে দেশবাসীকে রুখে দাড়াবার জোড়ালো আহ্বান জানান।
সমাবেশে আরো বক্তব্য রাখেন জিয়া নাগরিক সংসদের সভাপতি এডভোকেট মাইনুদ্দিন মজুমদার, সংবিধান সংরক্ষন পরিষদের সভাপতি এডভোকেট মোঃ আতিকুর রহমান, নিরাপদ বাংলাদেশ চাই কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার মাসুদ-উজ-জামান, জাতীয়তাবাদী শিক্ষক আইন পরিষদের সভাপতি আবু হানিফ, মুক্তিযুদ্ধ ৭১ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার রহমান সিকদার, বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি শেখ আলিমুল্লাহ আলিম, বাংলাদেশ যুব ঐক্যের সভাপতি মোঃ ওমর ফারুক, জিয়া নাগরিক সংসদের সেক্রেটারী আসাদুল হক অহিদুল, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সেক্রেটারী মোঃ শরীফুল ইসলাম প্রমুখ।