জাবির মীর মশাররফ হোসেন হল ভাঙার সুপারিশ রাজউকের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ১২:৫৩ পিএম, ১৮ মার্চ ২০২৩ শনিবার

ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫০ বছরের পুরোনো মীর মশাররফ হোসেন হল সাতদিনের মধ্যে ভেঙে ফেলার সুপারিশ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবন, নতুন কলাভবন, কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া, সমাজবিজ্ঞান অনুষদ ভবন এবং জাবি স্কুল অ্যান্ড কলেজভবন মজবুতকরণের সুপারিশও করা হয়েছে।
আরবান রেজিলিয়েন্স প্রকল্পের আওতায় করা ভূমিকম্প ঝুঁকি মূল্যায়ন বিবেচনায় এ সুপারিশ করা হয়েছে বলে প্রকল্পটির পরিচালক আবদুল লতিফ হেলালী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
আবদুল লতিফ হেলালী বলেন, গত ১২ মার্চ রাজউকের এক সভায় ঢাকা, নারায়ণগঞ্জ এবং গাজীপুর অঞ্চলের ৪২টি অতিঝুঁকিপূর্ণ ভবন ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই ভবনগুলো ৭ দিনের মধ্যে ভেঙে ফেলতে এবং ঝুঁকিপূর্ণ ভবনগুলো মেরামতের কথা বলা হয়। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি ভবন ভেঙে পুনর্নিমার্ণ এবং পাঁচটি ভবন মজবুতকরণের সুপারিশ করা হয়।
চিঠির বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ বলেন, হলটি ভাঙতে সাত দিনের সময় দিয়েছে রাজউক। কিন্তু একটা ভবনতো চাইলেই সাত দিনের মধ্যে ভেঙে ফেলা যায় না। হল ভাঙার সঙ্গে শিক্ষার্থীদের স্থানান্তরসহ নানা বিষয় জড়িত। এজন্য সিন্ডিকেটে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন।
প্রজাপতি ডানাসদৃশ মীর মশাররফ হোসেন হল ১৯৭৩ সালে নির্মাণ করা হয়। প্রতিষ্ঠাকাল বিবেচনায় এটি জাবির দ্বিতীয় হল। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের একটা বড় অংশ হলটির আবাসিক ছাত্র ছিলেন। হলটিতে বর্তমানে আট শতাধিক শিক্ষার্থী থাকছেন।