রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

জবি সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা

আহমেদ সানি, জবি প্রতিনিধি 

প্রকাশিত : ০১:৫৭ পিএম, ১৫ মার্চ ২০২৩ বুধবার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে 'বঙ্গবন্ধু ও আগামীর শিশু' শীর্ষক এই প্রতিযোগিতা ১৭ মার্চ, শুক্রবার সকাল ১০. ৩০টায় বিশ্ববিদ্যালয়ের বিবিএ ভবনে নিচ তলায় অনুষ্ঠিত হবে। জবি সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি আসফিকুর রহমান প্রতিযোগিতার বিষয়টি নিশ্চিত করেন।

প্রতিযোগিতায় 'ক' বিভাগে ১ম থেকে ৩য় শ্রেণী, 'খ' বিভাগে ৪র্থ থেকে ৭ম শ্রেণী এবং 'গ' বিভাগে ৮ম থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।

এছাড়া প্রতিযোগিতায় আর্ট পেপার সরবরাহ করা হবে এবং অন্যান্য সামগ্রি প্রতিযোগিকে নিয়ে আসতে হবে। প্রতিযোগিতায় নির্বাচিত শিল্পকর্মে তিন বিভাগে ৯টি পুরস্কার ও সনদ এবং ক্রেস্ট প্রদান করা হবে।