রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

দারুল উলুম আহসানআলিয়া মাদ্রাসার ১৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৬:১৬ পিএম, ১৩ মার্চ ২০২৩ সোমবার


ঢাকা মশুরীখোলা দরবার শরীফ
 সানিয়া (কামীল)

গত ১২ই মার্চ ২০২৩ইং রবিবার বিকাল হইতে রাত্র ১০ ঘটিকা পর্যন্ত ঢাকা রাজধানীর নারিন্দা ৪৭নং শাহ সাহেব লেন, শাহ সাহেব বাড়ী মশুরীখোলা দরবার শরীফে দারুল উলুম আহসানিয়া (কামীল) আলিয়া মাদ্রাসার ১৫৩তম প্রতিষ্ঠা
বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ইসলামের বাংলাত্রয়োশতাব্দীর মহান মোজাদ্দেদ পীরে মোকাম্মেল হযরত কেবলা শাহ আহসানুল্লাহ (রহঃ) এর সুযোগ্য নাতি ঢাকা মশুরীখোলা আঞ্জুমানে আহসানীয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি বর্তমান যুগের এশিয়া মহাদেশের প্রক্ষাত অলিয়ে কামেল পীরে মোকাম্মেল আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ধসঢ়; মুহাম্মদ আহ্ধসঢ়;ছানুজ্জামান (মাঃজিঃআঃ)। মাহফিলে প্রধান ওয়ায়েজীন বক্তা ছিলেন হযরতুলহাজ্ব আল্লামা জসিম উদ্দিন আল আযহারী। মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক আলহাজ্ব ড. সৈয়দ শাহ্ এমরান, ঢাকা মশুরীখোলা আঞ্জুমানে আহ্ধসঢ়;সানিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উপদেষ্ট এবং বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি কুমিল্লার নূর মানিকচর দারবার শরীফের বর্তমান গদ্দিনেশিন শাহজাদা সৈয়দ মোঃ ওমর ফারুক পীরসাহেব, বেতাগী দরবার শরীফসহ হযরত কেবলা শাহ্ আহ্ধসঢ়;সানুল্লাহ্ধসঢ়; (রহঃ) এর অনুসারী বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের দরবার শরীফের পীরসাহেব, নারিন্দা মশুরীখোলা দরবার শরীফ দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ বাংলাদেশ আহলে সুন্নাতওয়াল জামাত ঢাকা মহানগর সভাপতি আলহাজ্ব মাওলানা মুফতী কাজী আবু জাফর মোহাম্মদ হেলাল উদ্দিন, অত্র মাদ্রাসার সমস্ত শিক্ষক, অবিভাবক, ছাত্র, মহল্লাবাসীবৃন্দ দোয়া মাহফিলের শেষ প্রান্তে মশুরীখোলা দরবার শরীফের বর্তমান গদ্দীনেশীন এশিয়া মহাদেশের প্রখ্যাত অলিয়ে কামেল, পীরে মোকাম্মেল রাহনুমায়ে শরীয়ত আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ধসঢ়; মুহাম্মদ আহছানুজ্জামান পীরসাহেব (মাঃজিঃআঃ) মুনাজাতের মাধ্যমে হযরত কেবলা শাহ্ধসঢ়; আহসানুল্লাহ (রহঃ) এর অনুসারী মশুরীখোলা দরবার শরীফের সকল ভক্তবৃন্দসহ বাংলাদেশ তথা বিশ্ব মুসলিম উম্মাহর সুখ শান্তির জণ্য মহান আল্লাহর নিকট রহমত কামনা করেন।