সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৩:৩৬ পিএম, ১১ মার্চ ২০২৩ শনিবার

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে সমমনা পেশাজীবি গনতান্ত্রিক জোটের মানববন্ধন। 

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে সমমনা পেশাজীবি গনতান্ত্রিক জোটের মানববন্ধন। 

বিদ্যুৎ, তেল ও গ্যাসসহ সকল  নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদ, দেশব্যাপী বিরোধীদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি এবং ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে অদ্য ১১/০২/২৩ জাতীয় প্রেসক্লাব চত্বরে সমমনা পেশাজীবি গনতান্ত্রিক জোট এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। উক্ত মানববন্ধনে সমমনা পেশাজীবি গনতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান বলেন, "নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির ফলে দেশে আজ চরম হাহাকার বিরাজ করছে। এর জন্য দায়ী, সরকারের মন্ত্রী-আমলাদের আশ্রয়ে-প্রশ্রয়ে লালিত-পালিত অবৈধ ব্যবসায়ী সিন্ডিকেট। গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্থায়ী জামিন দিতে হবে। " উক্ত মানববন্ধনে জোটের সহকারী সমন্বয়কারী এডভোকেট মাইনুদ্দিন মজুমদার বলেন, " পবিত্র মাহে রমজানের পূর্বেই এই অবৈধ ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রকে জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে। নতুবা দেশের জনগণ এই অবৈধ সরকারের ক্ষমতার মসনদ ভেঙে টুকরো টুকরো করতেও প্রস্তুত রয়েছে। " বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের সভাপতি শাহজাদা সৈয়দ মোহাম্মদ ওমর ফারুক পীরসাহেব, বক্তব্যে দেশ স্বাধীনে অংশগ্রহণকারী সকল বীর শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনকরে বলেন আজ আমরা বীর মুক্তিযোদ্ধাদের পরিশ্রমের কারণে আল্লাহর রহমতে বাংলাদেশের একটি মানচিত্র পেয়েছি পীরসাহেব আরো বলেন সাবেক সেনাপ্রধান বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের স্ত্রী গত তিনবারের মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি'র চেয়ার পারসন দেশ নেএী বেগম খালদা জিয়া ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের বিরুদ্ধে সরকার কতৃক দায়ের কৃত সকল রাজনৈতিক ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহার করে নিঃর্শতে বেগম খালেদা জিয়া কে মুক্তি দিতেই হবে। অন্যথায় বাংলাদেশের নাগরিক বৃন্দ ভোটার বিহিন অবৈধ  শৈরাচার আওয়ামী সরকারকে  ক্ষমা করবে না। মানববন্দনে আরো বক্তব্য রাখেন সংবিধান সংরক্ষণ পরিষদের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ-৭১ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার রহমান সিকদার, জাতীয় যুব ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক সেলিম, জিয়া নাগরিক সংসদের সভাপতি ওহিদ জোমাদ্দারসহ জোটের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।