শনিবার   ১৯ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২০ শাওয়াল ১৪৪৬

রমজানে ৭৬ ভাষায় কোরআনের কপি বিতরণ করবে সৌদি আরব

ধর্ম ডেস্ক

প্রকাশিত : ১২:৪৩ পিএম, ৬ মার্চ ২০২৩ সোমবার

পবিত্র রমজানে কোরআনের ১ মিলিয়ন কপি বিতরণ করবে সৌদি আরব। প্রায় ৭৬টি ভাষায় কোরআনের তরজমা করা কপি বিতরণ করা হবে। সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ এর অনুমোদন দিয়েছেন। 

রোববার (৫ মার্চ) সৌদি সংবাদ মাধ্যম প্রেস এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সংবাদে বলা হয়, কোরআনের এই কপিগুলো বিভিন্ন ধরনের হবে। কোরআনের কপিগুলো মদিনার কিং ফাহাদ কমপ্লেক্সে তৈরি করা হয়েছে। সৌদি আরবের ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয় রমজানে ২২টি দেশের ইসলামিক সেন্টারের মাধ্যমে কপিগুলো বিতরণ করবে।

সৌদি আরবের ইসলামি মন্ত্রণালয়ের মন্ত্রী ও কিং ফাহাদ কমপ্লেক্সের প্রধান ড. আব্দুল লতিফ আল শায়েখ বলেছেন, সৌদি আরব বিশ্বের কোটি কোটি মানুষের কাছে পবিত্র কোরআনের বাণী পৌঁছে দেওয়ার চেষ্টা করছে।

তিনি বলেছেন, মন্ত্রণায়ল ২২টি দেশে সৌদি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে ‍যত্নসহকারে কোরআন ও কোরআনের অনুবাদ করা কপিগুলো পৌছে দেবে।