বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫   বৈশাখ ৩ ১৪৩২   ১৮ শাওয়াল ১৪৪৬

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে আটক ৪৭

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ১১:৫০ এএম, ৫ মার্চ ২০২৩ রোববার

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৪৭ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (৪ মার্চ) সকাল ছয়টা থেকে রোববার (৫ মার্চ) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ফারুক হোসেন জানান, অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে ৩৯ গ্রাম ৭০ পুরিয়া হেরোইন, ৩৬৭ পিস ইয়াবা, ১৪১ বোতল ফেনসিডিল ও ২৬ কেজি ৩৫৩ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।