সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

রাজধানীতে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৫:৩৪ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে দেশব্যাপী বিরোধীদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার, খালেদা জিয়ার মুক্তি ও ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীতে পদযাত্রা করেছে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট। শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পল্টন মোড় থেকে শুরু হয়ে ফকিরাপুল ঘুরে আবার পল্টনে এসে শেষ হয় এ পদযাত্রা। এর আগে সংক্ষিপ্ত এক সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাজাদা সৈয়দ মোহাম্মদ ওমর ফারুক পীরসাহেব বক্তব্যে বলেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের বিরুদ্ধে সরকার কর্তৃক দায়েরকৃত সকল রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহার সহ বেগম খালেদা জিয়াকে নিঃসর্তে মুক্তি দিতে হবে এবং নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে আগামি জাতীয় সংসদ নির্বাচনের শুব্যাবস্থা করে প্রধানমন্ত্রীর পদ হইতে দেশ ও জনস্বার্থে পদত্যাগ করুন। তারপর জোটের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মাদ সাইদুর রহমান বলেন, এ সরকারের পতন ঘণ্টা বেজে গেছে। অসাধু ব্যবসায়ীদের যোগসাজশে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের কৃত্রিম সংকট তৈরি হয়েছে। দেশের টাকা লুটপাট করে তারা বিদেশে পাচার করছে। ৯০'র আদলে এ সরকারের বিরুদ্ধে গনঅভ্যুত্থানেরও আহ্বান জানান তিনি। পদযাত্রায় জোটের সহকারী সমন্বয়কারী জিয়া নাগরিক সংসদের সভাপতি মাইনুদ্দিন মজুমদার বলেন, দেশের জনগণের এ দুর্বিষহ পরিস্থিতিতে আমরা দর্শকের ভূমিকা পালন করতে পারি না। জনগণকে সঙ্গে নিয়ে এ সরকারের পতন ঘটিয়েই ছাড়বো, ইনশাল্লাহ। পদযাত্রা কর্মসূচিতে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের সভাপতি শাহজাদা সৈয়দ মোহাম্মদ ওমর ফারুক পীরসাহেব, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ-৭১ এর সভাপতি আনসার রহমান সিকদার, সংবিধান সংরক্ষণ পরিষদের সভাপতি আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক আবজাল হোসাইন মৃধা, বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি শেখ আলিম উল্লাহ আলীম ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ মজুমদার, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক সেলিম ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শরীফসহ জোটের অন্যান্য নেতারা।