নিম্নমানের বীজে ক্ষতির মুখে রাজবাড়ীর পেঁয়াজ চাষিরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ১২:৫৫ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৩ শুক্রবার
রাজবাড়ীর তিন উপজেলায় আবাদের এক মাসের মধ্যেই নষ্ট হয়েছে এক হাজার হেক্টরের বেশি জমির পেঁয়াজ। নিম্নমানের বীজের কারণে চারা মরে যাওয়ায় ক্ষতির মুখে প্রায় এক হাজার চাষি। মৌসুমি ব্যবসায়ীদের কাছ থেকে বীজ কেনায় ধরাছোঁয়ার বাইরে তারা, বলছে কৃষি বিভাগ।বালিয়াকান্দি উপজেলার পূর্ব মৌকুড়ী গ্রামের আকুল শেখ ৭৫ শতাংশ জমিতে পেঁয়াজের চারা রোপণ করেছিলেন। জমিতে সেচও দিয়েছেন দুবার। এরইমধ্যে খরচ হয়েছে প্রায় এক লাখ টাকা। কিন্তু এক মাস না পেরোতেই হলদে হয়ে মরে যাচ্ছে চারাগুলো।রাজবাড়ীর পাংশা, কালুখালি ও বালিয়াকান্দি উপজেলায় হাজারেরও বেশি চাষির একই অবস্থা। প্রতি কেজি বীজ কিনেছেন ৫ থেকে ৬ হাজার টাকায়। তবে চারা রোপণের পর মাস না পেরোতেই মাথায় হাত।রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলাম রাসুল বলেন, নিম্নমানের বীজ বিক্রি করছে মৌসুমি ব্যবসায়ীদের একটি চক্র। এতে ক্ষতির মুখে পড়ছেন চাষিরা।এ বছর জেলায় পেঁয়াজের আবাদ হয়েছে ৩৩ হাজার ১৮৫ হেক্টর জমিতে। বালিয়াকান্দিতে আটশো হেক্টর জমির পেয়াজ এরইমধ্যে নষ্ট হয়েছে। এছাড়া পাংশায় ২১৬ হেক্টর এবং কালুখালি উপজেলায় দেড়শো হেক্টর জমির আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে।