শনিবার   ১৯ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২০ শাওয়াল ১৪৪৬

অধ্যাপক ড.তপন পালিত পিএইচডি ডিগ্রি অর্জন করায় সংবর্ধনা অনুষ্টিত

হিফজুর রহমান তুহিন কমলগঞ্জ প্রতিনিধিঃ

প্রকাশিত : ১২:৫১ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৩ শুক্রবার

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিছবাহুর রহমান চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক প্রমোদ চন্দ্র দেবনাথ, শিক্ষক ও কবি নিখিল কান্তি গোস্বামী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয় ও এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধিত অতিথি ড. তপন কুমার পালিতকে ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করা হয়।সংবর্ধিত অতিথির বক্তব্যতে তিনি বলেন আমি এলাকার সন্তান ও স্কুলের প্রাক্তন ছাত্র হিসেবে আপনাদের দেয়া এই সম্মানে আপ্লুত। আমার সাফল্যের পিছনে পরিবারের পাশাপাশি আমার স্কুল ও এলাকাবাসীর অবদান অনস্বীকার্য। আপনাদের সকলের আশীর্বাদে আমার আগামী পথচলা যাতে আরও সমৃদ্ধ হয় সেই চেষ্টা করবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন উপলক্ষে আমার গ্রামের স্কুল আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসী যে বিশাল আয়োজন করে আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন সে জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।