২ ঘণ্টা বিপর্যয়ের পর গ্রামীণফোনের নেটওয়ার্ক স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৪:৪৯ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

প্রায় ২ ঘণ্টা বিপর্যয়ের পর গ্রামীণফোনের নেটওয়ার্ক স্বাভাবিক হয়েছে বলে ইনডিপেনডেন্ট টেলিভিশনকে জানিয়েছেন গ্রামীণফোন মুখপাত্র খায়রুল বাশার।তিন জায়গায় অপটিক্যাল ফাইবার কাটা পড়ায় নেটওয়ার্ক বিপর্যয়ে পড়ে দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীণফোন। এতে তীব্র ভোগান্তিতে পড়েন গ্রাহকরা।খায়রুল বাশার আরও জানান, বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের তিন জায়গায় ফাইবার অপটিক ক্যাবল কাটা পড়ে। উন্নয়ন কাজ চলমান থাকায় এ ঘটনা ঘটে বলে ধারণা তাদের। অপটিক্যাল ফাইবার কাটা যাওয়া স্থানে গ্রামীণের কর্মীরা কয়েক ঘণ্টা কাজ করে নেটওয়ার্ক স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে।এর আগে, এই ঘটনায় গ্রামীণফোনের কিছু নম্বরে কথা বলা যাচ্ছিল আবার কিছু নম্বরে যোগাযোগ সম্ভব হচ্ছিল না। ফলে চরম ভোগান্তিতে পড়েন গ্রাহকরা।দেশের ১৮ কোটি গ্রাহকের মধ্যে গ্রামীণফোনের গ্রাহক সাত কোটি ৯০ লাখের মতো। এ ঘটনায় গ্রামীণফোনের কাছে ব্যাখা চেয়েছে বিটিআরসি।