ঢাবির ক্রিমিনোলজি বিভাগের শহীদ দিবস পালন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ১২:৪৩ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগ।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, সাধারণ শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে একটি প্রভাতফেরি শহীদ মিনার অভিমুখে পদযাত্রা করে।
এ সময় বিভাগের চেয়ারপার্সন শাহারিয়া আফরিনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাগণও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ক্রিমিনোলজি বিভাগ কর্তৃক আনুষ্ঠানিকভাবে আয়োজিত এটিই প্রথম প্রভাতফেরি।
সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বিএনসিসি ক্যাডেট ও রোভার স্কাউটদের পূর্ণ সহযোগিতার ফলস্বরূপ আয়োজনটি সাফল্যমণ্ডিত ও সুষ্ঠুভাবে সম্পাদন করা হয়।