সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

ভাষাশহীদদের কবরে বিএনপির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ১১:০৬ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে যাচ্ছেন বিএনপি নেতারা
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহীদদের কবর জিয়ারত এবং শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি নেতারা। মঙ্গলবার সকাল পৌনে ৮টায় আজিমপুর কবরস্থানে গিয়ে তারা এ শ্রদ্ধা জানান।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে দলটির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন। এখন তারা কেন্দ্রীয় শহীদ মিনার গিয়ে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন দলটির নেতারা।

আরও পড়ুন: বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার আনুষ্ঠানিক দাবি


আরও পড়ুন: শহীদ মিনারে বায়ান্নের মিছিলের মতো জনতার ঢল

অন্যদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এনি, নির্বাহী কমিটির সদস্য রফিক সিকদার, নাজিম উদ্দিন আলম, আব্দুস সাত্তার পাটোয়ারী, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সহ-সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান প্রমুখ উপস্থিত রয়েছেন।