সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

পঞ্চগড়ে আওয়ামী যুবলীগের প্রতিবাদ সভা ও বিক্রম মিছিল

মোঃ রাশেদুল ইসলাম

প্রকাশিত : ০৭:২৩ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ রোববার

পদযাত্রার নামে বিএনপি-জামাতের সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী যুবলীগ সদর উপজেলা শাখা। রবিবার (১৯-ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড় জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এর আগে সদর উপজেলা যুবলীগের একটি বৃহৎ বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন সদর উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা মোঃ মামুনুর রশিদ লায়ন। এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার শাদাত সম্রাট, উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আল তারেক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা এস এম হুমায়ুন কবির উজ্জ্বল, যুব মহিলা লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নিলুফার ইয়াসমিন সহ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা। প্রতিবাদ সভায় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির উজ্জ্বল বলেন, পদযাত্রার নামে বিএনপি-জামাতের সন্ত্রাস ও সহিংস রাজনীতি প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকল প্রকার সহিংস রাজনীতি বন্ধ করতে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করতে হবে। আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে। নির্দেশনা পেলেই যেকোনো পরিস্থিতি মোকাবেলা করতে হবে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার সাদাত সম্রাট বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্য নিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তার অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশ বর্তমানে বিশ্ব দরবারে একটি রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছে। তিনি বিশ্বের দ্বিতীয় সফল প্রধানমন্ত্রী হিসেবে খ্যাতি লাভ করেছেন। তিনি বাংলাদেশকে নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত করেছেন। বাংলাদেশ যখন বঙ্গবন্ধুর কন্যার হাত ধরে একটি উন্নত রাষ্ট্রে ধাবিত হতে চলেছে ঠিক সে সময় প্রতিবাদের নামে জামাত-বিএনপি ষড়যন্ত্র করে দেশে অরাজকতা নাশকতা সৃষ্টির পাঁয়তারা করছে। অতীতে অনেকবার তারা এই চেষ্টা করেও কখনো সফল হতে পারেনি। ভবিষ্যতেও পারবে না ইনশাল্লাহ। আমরা বঙ্গবন্ধ কন্যার হাতকে আরো শক্তিশালী করতে তার দেওয়া যে কোন নির্দেশনা পালনে সব সময় প্রস্তুত আছি। নির্দেশনা পেলেই আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ সহ সকল অঙ্গ সংগঠন একযোগে মাঠে নেমে সকল প্রকার অপশক্তি প্রতিহত করা হবে। আওয়ামী লীগ এখন আর আগের মতো নেই। যে কোন অপশক্তিকে প্রতিহত করার যথেষ্ট শক্তি আমাদের আছে। তিনি বিএনপি নেতা কর্মীদের শান্তির রাজনীতিতে ফিরে আসার উদাত্ত আহ্বান জানান।