ওসাসুনাকে হারিয়ে বার্সার ওপর চাপ বাড়ালো রিয়াল মাদ্রিদ
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত : ০৬:২৩ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ রোববার

প্রথমার্ধে কোনো গোলেরই দেখা পাচ্ছিলো না রিয়াল মাদ্রিদ। ওসাসুনার মাঠে খেলতে গিয়ে শুধু প্রথামার্ধই নয়, প্রথম ৭৮ মিনিট অপেক্ষায় থাকতে হয়েছে লজ ব্লাঙ্কোজদের। ম্যাচের বাকি তখন আর কেবল ১২ মিনিট। ওই সময়ই স্বাগতিক ওসাসুনার গোলের তালা ভাঙে রিয়ালের ফেডেরিকো ভালভার্দে।
ভালভার্দের গোলের পর ম্যাচ শেষ হওয়ার খানিক আগে গোল করেন মার্কো আসেনসিও। এই ২ গোলেই শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
এই জয়ের পর বার্সেলোনার সঙ্গে ব্যবধান আরও কমাতে সক্ষম হলো রিয়াল। এ নিয়ে বার্সার সঙ্গে ৮ পয়েন্ট থেকে ব্যবধান ৫ পয়েন্টে নামিয়ে আনলো রিয়াল মাদ্রিদ। যদিও একটি ম্যাচ বেশি খেলেছে রিয়াল।
২১ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৫৬। ২২ ম্যাচ খেলে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫১। ২২ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তালিকায় ১০ম স্থানে রয়েছে ওসাসুনা।
ইনজুরির কারণে খেলতে পারেননি করিম বেনজেমা। যে কারণে ভিনিসিয়ুস জুনিয়রের ওপরই দায়িত্ব বর্তায় রিয়াল মাদ্রিদের জন্য ক্রিয়েটিভ কিছু করার। কিন্তু খেলার শুরু থেকে একের পর এক চেষ্টা করলেও গোল করতে সক্ষম হচ্ছিলো না রিয়াল।
ভিনিসিয়ুসের পারফরম্যান্স নিয়ে কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘সব সময়ই একটা পার্থক্য তৈরি করে দিতে সক্ষম হয়। সব সময়ই সে অসাধরণ। শুধু গোল পাওয়াতেই একটু যা সমস্যা হয়।’
ম্যাচের ১০ম মিনিটেই গোল পেতে পারতেন ২২ বছর ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস। কিন্তু ওসাসুনা গোলরক্ষক সার্জিও হেরেরার অসাধারণ দক্ষতায় গোল থেকে বঞ্চিত হন রিয়াল মাদ্রিদের এই তারকা।
প্রথমার্ধ গোলশূন্যভাবেই শেষ হয়। দ্বিতীয়ার্ধ শুরুর পর ম্যাচের ৫১তম মিনিটে গোলও পেয়ে যান ভিনিসিয়ুস। কিন্তু ভিএআর চেক করে সেই গোলটি বাতিল করে দেয়া হয়।
ওসাসুনাও চাপ তৈরি করে রিয়ালের ওপর। ৬১ মিনিটে মনি গোমেজ এবং এর তিন মিনিট পর জন মনকায়োলার দুর্দান্ত দুটি শট বারের পাশ দিয়ে চলে যায়।
৭৮ মিনিটে ভিনিসিয়ুসের পাস থেকেই গোল করতে সক্ষম হন ফেডেরিকো ভালভার্দে। ৮৯ মিনিটে আরও একটি গোল করেন ভিনিসিয়ুস। কিন্তু এবারও দুর্ভাগ্য তার। এবারও তিনি হয়ে যান অফসাইড এবং গোল বাতিল ঘোষণা করা হয়।
৯২+২ মিনিটে আলভারো রদ্রিগেজের পাস থেকে বল পেয়ে গোল করেন মার্কে আসেনসিও। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।