সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

র‌্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুর রউফের মৃত্যুতে ফখরুলের শোক

জ্যেষ্ঠ প্রতিবেদক    

প্রকাশিত : ০৫:৫৬ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার

শীর্ষস্থানীয় বহুমুখী ব্যবসাপ্রতিষ্ঠান র‌্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

শোক বার্তায় বিএনপি মহাসচিব বলেন, আব্দুর রউফ চৌধুরী বাংলাদেশে বহুমুখী শিল্প স্থাপন করেছেন সেখানে দক্ষ-অদক্ষ শিক্ষিত মানবসম্পদের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। দেশের অর্থনৈতিক ভীত মজবুত করতে তার অবদান অবিস্মরণীয়।

বিএনপি মহাসচিব তার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শনিবার দুপুর ১২টার দিকে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। তিনি মৃত্যুকালে ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।