সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

মোহনপুর বাকশিমইল ইউনিয়ন শ্রমিকদলের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ১০:৫০ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার

রাজশাহীর মোহনপুর সদর বাকশিমই ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিকদলের  কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার ১৭ ফেব্রুয়ারী বিকালে মোহনপুর উপজেলা বিএনপি'র কার্যালয়ে কমিটি গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকশিমইল ইউনিয়ন বিএনপি সভাপতি আলামিন সরকার। প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক আব্দুস সামাদ।

নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ রবিউল ইসলাম,সাধারণ সম্পাদক মোঃ আরাফাত হোসেন হৃদয়,সাংগঠনিক মোঃ পিন্টু। প্রধান বক্তা ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির আহবায়ক সাবেক চেয়ারম্যান মাহবুব আর রশিদ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক সদস্য মোঃ আব্দুল কাদের,উপজেলা কৃষকদের আহবায়ক গোলাম মোস্তফা বাবলু, উপজেলা বিএনপির সদস্য আবুল কালাম আজাদ,সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান কাজিম উদ্দিন,শ্রমিক দলের আহবায়ক মোজাম্মেল হক,সদস্য সচিব সাবেক ইউপি সদস্য আব্দুল করিম মন্ডল,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম,থানা বিএনপির সদস্য মিজানুর রহমান মিলন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক শাহরিয়ার সাজ্জাদ,ধুরইল ইউনিয়ন বিএনপি সভাপতি ইলিয়াস হোসেন,সম্পাদক মোকলেসুর রহমান,ঘাসিগ্রাম বিএনপি সভাপতি আব্দুল মালেক,জাহানাবাদ সম্পাদক তাজউদ্দীন আহমদ,উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুর রাজ্জাক,সদস্য সচিব মাহমুদুল হাসান রুবেল, সিনিঃ যুগ্ম আহবায়ক সাকিবুল হাসান লিটন, যুগ্ম আহবায়ক আরিফ সরকার,মোহাম্মদ আলী,সদস্য ইয়ামিন, মুন, বাকশিমইল ইউনিয়ন ছাত্রদল সেক্রেটারি রাজু আহম্মেদ, শ্রমিকদল রায়ঘাটি ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা শ্রমিকদল আহবায়ক সদস্য মোঃ জুয়েলসহ অন্যান্য নেতা কর্মীরা কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন বাকশিমইল ইউপি বিএনপির সম্পাদক উজ্জ্বল হোসেন।