আওয়ামী লীগের কর্মসূচি দেখে দেশের মানুষ হাসে: ডা. শাহাদাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৯:৫৯ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

বিএনপির এবারের পদযাত্রা কর্মসূচি আওয়ামী লীগের জন্য শবযাত্রা হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, বিএনপি ১০ দফা দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি পালন করে আসছে। এসব কর্মসূচিতে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন।
‘আর আওয়ামী লীগের কর্মসূচি দেখে দেশের মানুষ হাসে। তারা যতই শান্তি সমাবেশ দেন, যতই জনগণের সম্পদ রক্ষার কথা বলেন, জনগণের কাছে তা হাস্যকর হিসেবে পরিচিত পায়। কারণ আওয়ামী লীগ রাজনৈতিকভাবে সম্পূর্ণ পরাজিত হয়েছে। তারা এখন পুলিশ ও আদালতের আশ্রয় নিচ্ছে। জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে। আওয়ামী লীগের ভূমিকা দেখলে মনে হয়, আওয়ামী লীগ সরকারে নেই, বিরোধীদলে। তবে পাল্টা কর্মসূচি দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন বন্ধ করা যাবে না।’
বুধবার ১৫ (ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম মহানগরীর কাজির দেউড়িতে দলীয় কার্যালয়ের মাঠে মহানগর বিএনপির প্রস্ততি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। আগামী শনিবার (১৮ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় বিএনপিঘোষিত পদযাত্রা কর্মসূচি সফল করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপি এ প্রস্তুতি সভার আয়োজন করে।
ডা. শাহাদাত হোসেন বলেন, ক্ষমতাসীনরা লুটপাট ও দুর্নীতি করে বিদেশে অর্থপাচার করছে। গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার ১০ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। আজকে রিজার্ভ শূন্যের দিকে এগিয়ে যাচ্ছে। ব্যবসায়ীরা কাঁচামাল আমদানির জন্য এলসি খুলতে পারছেন না। গ্যাসের অভাবে পোশাক উৎপাদন করতে পারছেন না। মানুষের সম্পদ চুরি করে বাইরে নেওয়ার হিসাব আগামী দিনে অবশ্যই দিতে হবে।
চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটনের পরিচালনায় সমাবেশে কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন, মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, অ্যাডভোকেট আবদুস সাত্তার, এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, মো. শাহ আলম, ইসকান্দর মির্জা, আবদুল মান্নানসহ অন্যরা বক্তব্য রাখেন।